![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর
ধার্মিক ও মুক্তমনাদের মধ্যে একটি বড় পার্থক্য হল, ধার্মিকেরা যে কোন উপায়ে স্বর্গে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ মনে করে, আর মুক্তমনারা পৃথিবীকেই স্বর্গ বানানোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে।
ধর্ম না থাকলে পৃথিবীটা কত সুন্দর হতে পারত। হাজার বছর ধরে মধ্যপ্রাচ্যে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে শুধু নামাজ পড়ার স্টাইলের ভিন্নতার কারনে। শিয়া, সুন্নি, কুর্দিরা প্রতিদিন মারামারি করেই যাচ্ছে কাদের ধর্ম বড় সেটা প্রতিষ্ঠা করার জন্য। অন্যান্য ধর্মের কথা নাইবা বললাম।
পৃথিবীতে আনুমানিক ৪২০০ ধর্ম আছে। সবাই মনে করে তার ধর্ম বাদে বাকি ৪১৯৯ টা ধর্মই ভিত্তিহীন।
ধর্ম মানেই বিভেদ। তুমি হিন্দু, আমি মুসলিম। আমার বিশ্বাস সঠিক, তোমার বিশ্বাস ভুল। মানুষকে শ্রেণীতে শ্রেণীতে আলাদা করে দেয়ার প্রধান মাধ্যম হচ্ছে ধর্ম।
মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়।
আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। সেই মানুষ হয়ে উঠতেই আমাদের এত কষ্ট হচ্ছে, সেখানে ধর্ম নিয়ে ভাবার সুযোগ কোথায়?
দয়া করে আগে আমরা মানুষ হই, পরে ধার্মিক হই।
মানবতার জয় হোক।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
রাইসুল ইসলাম রাণা বলেছেন: ভালো বলেছেন।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৪
পাউডার বলেছেন: জার্মানির রেসিডেন্ট ভিসা পাবার জন্য আপনার অক্লান্ত পরিশ্রম প্রশংসার দাবি রাখে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২৬
কামিকাজি বলেছেন: আমার পোস্টে এসে ছাগুগিরি করার জন্য আপনার অক্লান্ত পরিশ্রম প্রশংসার দাবি রাখে।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫৭
ইমরান ওবাইদ বলেছেন: " ধর্ম মানেই বিভেদ " আমার মনে হয় একথা ভুল, পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যে ধর্ম মানুষ হত্যাকে বৈধ মনে করে, আসলে সমস্যা হল যারা ধর্মকে খারাপ কাজে ব্যাবহার করে অথবা ধর্মকে সঠিক ভাবে বুঝে নাই তাদের মধ্যে। এবার আসুন " হাজার বছর ধরে মধ্যপ্রাচ্যে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে " , এই কথা ঠিক কিন্তু কারন ঠিক না, কারন এই হত্যা ধর্মের জন্য নয় বরং ক্ষমতার জন্য আর জাতীয়তাবাদের জন্য, আরবরা আরবি জাতীয়তাবাদের জন্য, ফারসিরা ফারসি জাতীয়তাবাদের জন্য, কুর্দিরা কুর্দি জাতীয়তাবাদের জন্য।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৭
কামিকাজি বলেছেন: ধর্ম মানুষের মধ্যে বিভেদ তৈরি করে। ধর্মই মানুষকে আলাদা করে পরিচিতি দেয়। হিন্দু ধর্মে মানুষের ৪ টি ভাগ করে মানবতার চরম অবমাননা করা হয়েছে। মুসলিম ধর্মেও শিয়া, সুন্নি, ওহাবিয়া, কাদিয়ানি ইত্যাদি বিভক্তি মানুষকে সহিংসতার দিকে নিয়ে গিয়েছে। ভারত পাকিস্তান কিন্তু ধর্মের কারনেই আলাদা করা হয়েছে। লাখ লাখ মানুষ গৃহহারা হয়েছে। আর ক্ষমতা ও জাতীয়তাবাদের উত্থান কিন্তু এই ধর্মের কারনেই। পুরো মধ্যপ্রাচ্য কিন্তু অনেকগুলো ভাগে বিভক্ত। শিয়া অধ্যুষিত এলাকায় সুন্নিরা নির্যাতিত। শিয়ারাও একি কারনে নির্যাতিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইতিহাসগুলো পড়লে ভাল ধারনা পাবেন বলে আশা করি।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯
পাউডার বলেছেন: দর্মের কারনে আমেরিকা ভিয়েতনামে বোমা ফেলেচে, দর্মের নামে জাপান ৫০ লাখ চাইনিজ মেরেচে, দর্মের কারনে আফ্রিকায় এইডস বারচে। আবার এই দর্মের কারনে আপনি জার্মানি আবেদন কর্চেন।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮
আরণ্যক রাখাল বলেছেন: মানবতা যেদিন ধর্ম হবে, সেদিন পৃথিবীতে কোন সমস্যা এটলিস্ট দাংগা, মারামারি, কাটাকাটি হবে না।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
এস নবীন (সম্রাট) বলেছেন: মানবতার জয় হোক