![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা ধর্মের প্রাচীর
বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, কারন আমরা সবাই বাংলায় কথা বলি।
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই...
বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হবে কেন?
বাংলাদেশ স্বাধীন কি শুধু মুসলমান মুক্তিযোদ্ধারা করেছিল? অন্য ধর্মের কেউ বাংলাদেশ স্বাধীন করতে যুদ্ধ করেনাই?
এই দেশে কি শুধুই মুসলমানরা সংখ্যালঘু বলে রাষ্ট্রধর্ম ইসলাম হতে হবে? তাহলে এটা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জন্য অপমানজনক নয়?
একটা ক্যু করে ক্ষমতায় আসা সামরিক মেজর জনপ্রিয়তা পাবার আশায় রাষ্ট্রধর্ম ইসলাম করে গিয়েছিল, আর আমরাও ছাগলের মত সেটাকে সহ্য করে এসেছি।
সময় এসেছে সব ধর্মের মানুষকে সমানভাবে সম্মান দেওয়ার। একটি ধর্মনিরপেক্ষতার দেশে সব মানুষকে সমানভাবে অগ্রাধিকার দেওয়া হবে। আস্তিক, নাস্তিক, ধার্মিক সবাই একটি দেশে একি সাথে সমান অধিকার নিয়ে মাথা উচু করে বলবে, আমি একটি ধর্মীয় নিরপেক্ষ দেশে বাস করি।
এর চেয়ে সুখের বিষয় আর কি হতে পারে?
ধর্মনিরপেক্ষ দেশে রাষ্ট্রধর্ম বাতিল দেখতে চাই।
২| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৯
মহেড়া বলেছেন: আপনি কত বড় শিক্ষিত আমি জানি না, তবে আমি বলতে চাই, ঐতিহাসিক নির্যাতন এবং বিবর্তনের রাজনৈতিক ধারায় রাষ্ট্র ধর্ম ইসলামটা থাকা চাই, যুদ্ধ হয়েছেঃ ১। গনতন্ত্রের জন্যে, ২। অর্থনৈতিক মুক্তির জন্যে, ৩। ভাষার প্রশ্নে ৪। রাষ্ট্রীয় ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার জন্যে। এখানের সাধারণ মুসলিমরা বাইরের কেউ না, এরা এই মাটির দলিত সম্প্রদায়। অস্ট্রিয়ার মতো প্রধাণ ধর্মগুলো রাষ্ট্রীয় ধর্ম হতে পারে। ইসলাম কেন বাদ যাবে? যুদ্ধ করেছে সাধারণ মানুষ তাই আপনাদের মতো জ্ঞানীদের কথা ভালো লাগে না।
৩| ২৮ শে মার্চ, ২০১৬ ভোর ৫:৩৬
কামের কথা কন!! বলেছেন: একজন আলেমকে জিজ্ঞেস করলাম, রাষ্ট্রধর্ম ইসলাম বিষয়ে আপনার অভিমত কী?
তিনি বললেন, রাষ্ট্রধর্ম বাতিল করার এখনই উপযুক্ত সময়।
-বলেন কি? আমি তো ভাবলাম....
তিনি বললেন, রাষ্ট্রে যখন নীতিহীনতাই নীতি, চুরিই যখন বৈধ ব্যবসা, প্রতারণা যখন সাহসের নামান্তর, অযোগ্যরাই যখন অনুসরণীয়, বাটপাররা শ্রদ্ধার আসনে আসীন তখন রাষ্ট্রধর্ম থাকাটাই তো অস্বাভাবিক। এরূপ রাষ্ট্রের দায় ধর্ম কেন নেবে?
-মাহবুব মোরশেদ
৪| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৩৮
বিজন রয় বলেছেন: ধর্ম।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:২২
কলম বাবু বলেছেন: হক কথা