![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরবিতে লেখা কালেমায়ে শাহাদতের উপর পা ধোয়ার দৃশ্য!
এটা কি অনিচ্ছাকৃত ভুল, নাকি ইচ্ছাকৃত ধৃষ্টতা?
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
ফাগুল বলেছেন: আরে আপ্নারেই তো দরকার। নিচের লিংকে দেখেন পবিত্র কাবা শরিফের গিলাফ, তাতে লেখা আয়াতের ভুল ব্যাখ্যা আর ইমামদের নাম জড়িয়ে কি পরিমান মিথ্যাচার করা হচ্ছে...চোখ কান বন্ধ করে থাইকেন না ভাইজান
Click This Link
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
দ্য গডফাদার বলেছেন: হমমম আসলেই দৃষ্টিকটু...লাগছে..ছবি টা.......তাদের সচেতন করা যেতে পারে
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
শািল আহেমদ বলেছেন: ভাই আপনি কি বহুতল বিশিষ্ট মসজিদ দেখেছেন ? আপনার কি মনে হয় মসজিদের সকল পবিত্র গ্রন্থ সবচেয়ে উপরের তলায় রাখা হয় ?
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
মিজানুর রহমান মিলন বলেছেন: ফাগুল বলেছেন: আরে আপ্নারেই তো দরকার। নিচের লিংকে দেখেন পবিত্র কাবা শরিফের গিলাফ, তাতে লেখা আয়াতের ভুল ব্যাখ্যা আর ইমামদের নাম জড়িয়ে কি পরিমান মিথ্যাচার করা হচ্ছে...চোখ কান বন্ধ করে থাইকেন না ভাইজান
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
দি সুফি বলেছেন: এখানে সমস্যার কি হল?
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
জেট টু এ বলেছেন: ছবি না দিলে কি খুব বেশি ক্ষতি হইত ?
ছবি ছাড়া কি মানুষ আগে অজুর নিয়ম জান্তোনা ?
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
জাতির মামু বলেছেন: পা ধোয়ার ছবিও দেয়া লাগবে!!!সত্যিই সেলুকাস ।
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
ম্যানিলা নিশি বলেছেন:
আমরা পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো পছন্দ করি না,
কিন্তু কাবা শরীফের চারদিকে যে দোতলা মসজিদ চত্ব্বর সেখানে কাবার দিকে পা দিয়ে ঘুমাতে আমি দেখেছি,আর সিড়ি দিয়ে স্যান্ডেল/জুতা পায়ে দিয়ে হাটা তো সেখানে মামুলি ব্যাপার।
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
নীল বেদনা বলেছেন:
পা জিনিসটাতো পবিত্র আল্লাহ এরই সৃস্টি তাই না। আমাদের দেশের কালচারে পা খুব অস্পৃশ্য জিনিস হলেও বিশ্বে বিভিন্ন দেশে পা যা হাতও তা। ছবিটা যদি হাত ধোয়ার হতো তাহলে যেমন আপনার তেমন খারাপ লাগতো না তেমনি তাদেরও খারপা লাগছে না।
ভাই মূল জিনিসটা হলো আমরা কালেমা শাহাদাতকে ভাল ভাবে ধারণ করে তার শিক্ষা অনুযায়ী পথ চলবো।
১১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
কাকচক্ষু বলেছেন: হায় হায় । কাক তাদের উপর হাগু করুক ।
১২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
আশমএরশাদ বলেছেন: এই সরকারের বইতো ।তাই কিছুতো বাইর করতে হবে। সে জন্য এই চেষ্টা।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
অপর্না হালদার বলেছেন: যদিও আমি ইসলাম ধর্মের লোক নই তবুও একটা কথা জানার জন্য আপনার লেখায় তুলে ধরলাম::::
পোষ্টটি দিয়ে কি বোঝাতে চাইছেন ?????????
সবকিছুর মধ্যের কি খুজতে চান আপনি/আপনার ???????
দ্বিতল বিশিষ্ট কোন ঘরে নিচের তলায় কি কোন পবিত্র ধর্মগ্রন্থ রাখা ঠিক কি??????? অবশ্য উপর তলায় যদি লোক বাস করে । উত্তর দিবেন তো!!!!!