নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শালীনতা বজায় রাখুন

ফাজলামো

কিছুই না.........

ফাজলামো › বিস্তারিত পোস্টঃ

টুইন টাওয়ার ধ্বংসের পর এইবার আমেরিকায় ‘সাইবার ৯/১১’ হামলা !

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৩

আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা হোমল্যান্ড সিক্যুরিটি বিষয়ক মন্ত্রী জ্যানেট ন্যাপোলিটানো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা মারাত্মক সাইবার হামলার হুমকির মধ্যে রয়েছে। মহা ঘুর্ণিঝড় স্যান্ডির আঘাতে দেশটিতে যে ধরনের ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছিলো সম্ভাব্য সাইবার হামলার ফলে একই ধরণের ক্ষয়ক্ষতি ঘটতে পারে বলেও তিনি আশংকা প্রকাশ করেন।



২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকায় চালানো নজিরবিহীন সন্ত্রাসী হামলার ঘটনা তুলে ধরেন ন্যাপোলিটানো। ওই ঘটনাকে সংক্ষেপে ৯/১১ বলা হয় এবং জ্যানেট ন্যাপোলিটানো সাইবার হামলার এ হুমকিকে 'সাইবার ৯/১১' বলে উল্লেখ করেন। তিনি বলেন,'সাইবার ৯/১১' হামলার ঘটনা অচিরেই ঘটতে পারে এবং পানি, বিদ্যুত, গ্যাসের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষেত্রে এ ধরনের হামলা ভয়াবহ হয়ে দেখা দিতে পারে।



আমেরিকা সম্ভাব্য হামলার মোকাবেলায় আগাম সাইবার হামলা শুরু করেছে বলেও আভাস দেন তিনি। মার্কিন হোমল্যান্ড সিক্যুরিটি বিষয়ক মন্ত্রী বলেন,সাইবার বিশ্বে ৯/১১'র ঘটনা ঘটা পর্যন্ত আমেরিকা অপেক্ষা করবে না। মার্কিন সরকার এখন থেকেই পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে এবং আরো ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এ ব্যবস্থার কারণে হয়ত আসন্ন 'সাইবার ৯/১১' হামলা প্রতিহত করা যাবে না তবে এ হামলার ক্ষয়ক্ষতি অনেক কমবে। অবশ্য এ বিষয়ে বিস্তারিত কোনো বিবরণ তিনি দেননি।



২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের হামলার মতো ঘটনার পুনরাবৃত্তি প্রতিহত করতে আমেরিকায় হোমল্যান্ড সিক্যুরিটি গড়ে তোলা হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.