![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা বাংলাদেশী। আমাদের চরিত্র কখনোই বদলা না। আমরা মানুষ হত্যা করি বিনা বিচারে। আমরা আন্দোলন দমনের নামে অস্ত্র হাতে তুলে নি। আমরা ইচ্ছে করলে বিরোধী দল কে বালিরবস্তা দিয়ে আটকে রাখতে পারি। সত্যকে মিথ্যা , মিথ্যাকে সত্য বলতে দ্বিদাবোধ করিনা। আমরা বাংলাদেশী। আমরা ক্ষমতাই যেতে প্রয়োজনে আইন ভাঙ্গতে পারি বা বানাতেও পারি। আমরাই আবার মানবতার কথা বলি। মানবতা বিরোধী অপরাদের বিচারও করি। আমরা ইচ্ছা করলে রাজপথে বিরোধী দলীয় নেতার কাপর খোলে নিতে পারি। যারা ব্যাংকের টাকা লুটপাট করে তাদেঁরকেই আবার দায়িত্ব অর্পন করি। আমরা অনেক কিছু করি এবং করতে পারি। কিন্তু করি না। আমরা কি পারতাম না, দলীয় স্বাথের উদ্ধে উটে দেশের র্স্বাথে পদ্মার সেতুর কাজ শুরু করতে? আমরা কি পারতাম না, শেয়ার বাজারে সরকারী নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে। আমরা দেশের মানুষের ভারবাসা চাইনা, চাই শুধু ক্ষমতা। আমাদের দিন কি কখনোই বদলাবে না????
©somewhere in net ltd.