| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"একদিকে বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক হয়ে মাস খানেক সারা পৃথিবীর মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে থাকা। অন্যদিকে নিজেদের জীবনযাত্রার মানোন্নয়ন।দুইয়ের মধ্যে শেষটাকেই বেছে নিয়েছেন ব্রাজিলের সাধারণ মানুষের একটা অংশ। ‘বিপুল ব্যয়ে বিশ্বকাপ নয়, সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন চাই’—এই দাবি নিয়ে ফুটবল বিশ্বকাপবিরোধী আন্দোলনে পথ এমনকি আন্দোলনের বিপরীত অবস্থান হওয়ায় বিশ্বাসঘাতক বলা হচ্ছে দেশটির ফুটবল কিংবদন্তি পেলেকেও। ক্ষোভটা অবশ্য শুধু একা পেলের বিরুদ্ধে নয়, বিক্ষোভকারীদের রোষানলে ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদোও। ব্রাজিলে অনুষ্ঠেয় ২০১৪ বিশ্বকাপের ফিফার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন পেলে, অন্যদিকে স্থানীয় আয়োজক কমিটির অন্যতম প্রধান রোনালদো।
পরশু রিও ডি জেনিরোতে কয়েক শ বিক্ষোভকারীর হাতের ব্যানার ও প্ল্যাকার্ডে অবশ্য পেলের বিরুদ্ধে ক্ষোভটাই বেশি চোখে পড়েছে। এমনকি ‘পেলে—শতাব্দীর সেরা বিশ্বাসঘাতক’ ব্যানারও নিয়ে এসেছিলেন কেউ কেউ। তাদের দাবি, পরিবহন,
স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে প্রয়োজনীয়
বিনিয়োগ করতে ব্যর্থ ব্রাজিল সরকার। অথচ সেই সরকারই আবার বিপুল ব্যয়ে বিশ্বকাপ আয়োজন
করতে যাচ্ছে দেশে। "
Ref.:প্রথ্ম আলো
গত কাল আমরা কি দেখলাম?
হিন্দি গানের জয়জয়কার !
তাও এই মার্চ মাসে । এই লজ্জা কোথায় রাখি!
এইটা কি আমার দেশ!
২ থেকে ৭৫ হাজার টাকা চাদাঁ তুলে ১৫ থেকে১৬ কোটি টাকা কার হাতে তুলে দিলাম?
এ কাদের হাতে দেশ ?
যেখানে আইয়ুব বাচ্চু কে বলতে শুনি
"আপনারা যারা বাংলা গান
শুনছেন তাদের অনেক ধন্যবাদ।
আপনাদের হাত না চলুক, চোখ আর
কান তো খোলা আছে? এতেই
চলবে, হাততালি এখন খরচ করে লাভ
নেই,এটা পরের জন্য রেখে দিন,
চোখ কান খোলা আছে এটাই
যথেষ্ট, আপনারা ধৈর্য
ধরে বাংলা গান শুনছেন, তার জন্য
অনেক ধন্যবাদ, আর একটি গান
গাইবো কেবল"
ভারতীয়দের খুশী করা?
নিজ দেশকে অপমান করে?
পেলে যদি—শতাব্দীর সেরা বিশ্বাসঘাতক হয়, BCB কে কি বলা যায়?
©somewhere in net ltd.