![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কোন লেখক নয়। বাংলা ভাষার উপর তেমন কোন দখলও নেই। তার পরও মনে হয় কিছু লিখি। আমার জন্য লিখি। ভালো লাগে তাই লিখি। মাঝে মাঝে মনে হয় কেন লেখবো, আমার তো কোন পাঠক নেই। অহেতুক সময় নষ্ট। একজন লেখক তার লেখায় তার সমসাময়িকতার ইতিহাস তুলে ধরেন শৈল্পিকভাবে । ফ্রস্টের বলে “লেখায় যদি নিঃশ্বাস ছাড়তে না পারেন, লেখার মাধ্যমে যদি কেঁদে ওঠতে না পারেন, গান গাইতে না পারেন – তবে বাদ দিন আপনার লেখা।” আমি বাদ দিতে পারছি না। ক্ষমা করবেন। আমি মনে করি আমার ভাষাগত দক্ষতার নেই, যা আছে তা হল আমার বিশ্বাস। আমার লেখায় ভুল-শুদ্ধ সবই থাকবে। আমি লিখি আমার জন্য..
©somewhere in net ltd.