![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ষোলই ডিসেম্বর ২০১৪ সাল । ৪৩ বছর আগে কি হয়ে ছিল তা চোখে দেখিনি। যখন আমি খুব ছোট, দেশে তখন সামরিক শাসন। মুক্তিযুদ্ধের ইতিহাস কি জানতে শুরু করলাম মাত্র। হ্যাঁ/ না ভোট। একটু একটু মনে পরে। সব দল এক হয়ে গণতন্ত্রের জন্য আন্দোলন। নুর হুসেন। সামরিক শাসনের বিদায়। এল গণতন্ত্র। ইতিহাস পাল্টে গেল। নতুন ইতিহাস। দির্ঘ্য পাঁচ বছর। কি বিশ্বাস করব। কাকে বিশ্বাস করব। অন্য দিখে স্বাধীনতার স্বপক্ষের শক্তি সাথে বিপক্ষের শক্তি। ক্ষমতায় যেথে হবে। ক্ষমতায় এল। আবার ইতিহাস। বিটিভি ইতিহাসের কথা বলে। আবার সেই পাচঁ বছর। ইতিহাসের পালা বদল।
না , আমি হতাশ নয়। অনেক কিছু অর্জন আছে আমাদের। কিন্তু কত টুকু?
১৫ বছর আগে জিডিপি ছিল ৫+, আজো তাই। না , আমি সরকার মিথ্যা প্রচার করে তা বলছি না। এটা আমাদের ভাগ্য। ৭৫ এর পরে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, আজও তাই।
আজ ৪৩ বছর পরেও বলতে শুনি
-বিচার বিভাগের স্বাধীনতা চাই!
- গণমাধ্যম এর স্বাধীনতা!
-নির্বাচন কমিশন, প্রশাসন, দুদক আরো অনেক কিছু।
...লিখে শেষ করা যাবে না।
আমরা স্বাধীনতা চাই। সর্বক্ষেত্রে। সবসময়।
আমরা স্বাধীন দেশ চাই, যে দেশে নেতারা/সরকার দেশের মানুষের সাথে রাজনীতি করবে না, দেশের জন্য রাজনীতি করবে...
©somewhere in net ltd.