নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ, এটাই আমার বড় পরিচয়.....

কাউছার চৌধুরী

মনের আনন্দে লিখি........

কাউছার চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমরা কোথায় আছি?

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪


আমরা সবাই জানি আসলে আমার কি। আমার জানি বঙ্গবন্ধু কন্যার চাইতে কেউ দেশকে বেশি ভালোবাসতে পারবে না বা দেশ ভালো চালাতে পারবে না। আমরা জানি দশ বছর আগে আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি। আমরা এও জানি, কোন সরকারই বিতর্কের উর্দ্ধে নয়। দল ক্ষমতায় থাকলে দলিও লোকজন সুযোগ নেবেই। কেউ আকাশ থেকে নেমে আসে নাই। আমরা চাই দেশ প্রেমিক লোকজন দেশ চালাক।

আমরা জানি সামনে থেকে নেতৃত্ব দিলে পিছন থেকে অনেকে অনেক কিছু বলবে। যারা নেতৃত্ব দেয় তাদের কে তা পজেটিভলি নিতে হবে। সামনে আগাতে হবে। নিশ্চয়ই ভিন্ন মতাবলম্বীদের গলা চেপে ধরা উচিত হবে না।

ড. কামাল হোসেন একজন দেশ প্রেমিক। ইতিহাস সেটাই বলে এবং নিশ্চয়ই উনি শ্রদ্ধেয়। আমাদের উচিৎ নয় থাকে অসম্মান করা।

আমরা চাই একটি স্বাধীন দেশে সবার কথা বলার সমান সুযোগ থাকবে। ভিন্নমতাবলম্বীর প্রতি সম্মান দেখানো সাবার উচিৎ। আমরা জানি যেখানে বিরোধী দল থাকবে না সেখানে সঠিক নেতৃত্ব গড়ে উঠবে না। আমাদের উচিৎ নয় কারো মুখের ভাষা কেড়ে নেওয়া বা মত প্রকাশের স্বাধীনতা হরণ করা।

জনাব কামাল হোসেন প্রবীণ রাজনীতিবিদ। উনি উনার আদর্শের জায়গাই আছেন। সাথে কয়েকটা দল নিয়ে জোট করেছেন যেখানে জামায়াতের সরাসরি অংশগ্রহণ নাই। সাথে আছে বিএনপি এবং এরাই জামায়াত কে আশ্রয় দিয়েছে। সেটা আমরা জানি। আমরা এও জানি অতীতে বর্তমান সরকার ও জামায়াতের সাহায্য নিয়েছিল।

জনাব কামাল হোসেন কে এই ভাবে প্রশ্ন করে বিব্রত করা উচিৎ হয়নি। সংবাদ পত্র হচ্ছে চলমান ইতিহাসের ধারক। ইতিহাস সঠিক হওয়া বাঞ্ছনীয়। ভুল ইতিহাস আমাদের কে ভবিষ্যতে ভুল বার্তা দেবে। আমরা পথ হারাবো। সঠিক এবং নিরপেক্ষ সংবাদ কাম্য। কাউকে বিরক্ত করে, মেজাজ হারিয়ে দিয়ে সংবাদ শিরোনাম করা অনুচিত বলে মনে করি।

যারা মনে করেন এসব করে সরকারের আস্থা অর্জন করবেন তারা আসলে সরকার কে বির্তকীত করার চেষ্টা করছেন। আপনারা সঠিক চিত্র তুলে ধরেন, নিশ্চয়ই সরকার উপকৃত হবে। আপনাদের জন্য দেশ সেবার পথ অনেক প্রশস্থ। লিখুন দূর্নীতি নিয়ে, খাদ্যে ভেজাল নিয়ে, চিকিৎসা সেবা নিয়ে, যারা সরকারী টাকা অপচয় করে তাদের নিয়ে। এতে নিশ্চয়ই সরকার প্রধান উপকৃত হবেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

পবিত্র হোসাইন বলেছেন: যথার্থ পোস্ট , একদম সময় উপযোগী

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:

আপনি ব্লগে লিখছেন, আপনার কথা বলার স্বাধীনতা আছে; একজন রিক্সাওয়ালা যা বলতে চান, তা বলছেন; আপনি বাক স্বাধীনতা পেলে আর কি বলতেন, সেটাও বলুন; দেখেবেন, কেহ আপনাকে থামাচ্ছে না

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

ঝিগাতলা বলেছেন: কেন যাচ্ছেন?

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৯

কাউছার চৌধুরী বলেছেন: আমরা অনেকেই নিজেকে অন্যের তুলনায় বেশি বুদ্ধিমান বা বুদ্ধিজীবী মনেকরি। এটা দূষের কিছু না। তাই বলে
সাধারণ শ্রমজীবী মানুষকে অবজ্ঞা করা অন‍্যায়। আমরা অসাধারণ নয়, আমরা সাধারণ জনগনের কথা বলি বা সবার মত কে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে অনেক বুদ্ধিজীবী বাক স্বাধীনতার অর্থ সঠিক ভাবে উপলব্ধি করতে পারে কিনা আমার কিঞ্চিত সন্দেহ আছে। আমরা অনেকেই অনেক কিছু বলি কিন্তু নিজের নাম পর্যন্ত প্রকাশ্যে প্রকাশ করতে ভয় পাই।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: লাল সবুজের দেশ যেন থাকে বেশ, সারা বছর লেগে থাকুক বিজয়ের রেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.