নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ, এটাই আমার বড় পরিচয়.....

কাউছার চৌধুরী

মনের আনন্দে লিখি........

কাউছার চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

পুলিশ: তোরা মানুষ হও

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩

কিছু দিন আগে আমি অফিসে বসে আছি, আমার সিকিউরিটি বলে স্যার একজন মানুষ ও দু'জন পুলিশ আপনার সাথে দেখা করতে চান। আমি হাসলাম। পুলিশ নিজেরাও বিশ্বাস করে কিনা জানিনা যে তাঁরা মানুষ। নতুবা বলত না "মানুষ পুলিশ ভাই ভাই, দেশ সেবায় এগিয়ে যায়"। পুলিশ সেবা সাপ্তাহ উপলক্ষে তাদের স্লোগান

বর্তমান বাস্তবতা: মানুষ পুলিশ দেখলে ভয় পায়, পুলিশ সাংবাদিক দেখলে ভয় পায় আর সাংবাদিক ৫৭ ধারা দেখলে ভয় পায়। মনে পরে ছোট বেলায় বিটিভি তে একটি এড দেখায়ত। " ও মানিক কি বাত্তি জ্বালালি, সব দেখি পকপক্কা । ফিলিপস। অ বাত্তির রাজা ইলিশ, মাছের রাজা ফিলিপস। বর্তমানে বলা হয় মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। ধরুন পুলিশ অফিসার রাতে বউ সাথে ঝগড়া করে সকালে বাসা থেকে বের হয়েই রাস্তায় আপনাকে দিল ধেরক পিটা। পুলিশের ঢলা খেয়ে আপনি কিছুই বলতেও পারবেন না। পুলিশের ইচ্ছে বলে কথা।

এরকমো শুনা যায়, মাছ কিনলে ইলিশ আর বিয়ে করলে পুলিশ। পুলিশের বাজারদর মন্দ না। আগে ডাক্তার ইঞ্জিনিয়ার বা ব্যাংকার থাকলেও এখন পুলিশের চাহিদা অনেক বেশি। হাতে কাচা টাকা থাকলে যা হয়। আগে বলতো পুলিশ তুমি যতই মারো, বেতন তুমার একশো বার। এখন আর সেই দিন নাই। দিন পাল্টাছে। সাথে আছে অসাধারণ ক্ষমতা। তাঁরা সাধারণ কাজটি অসাধারণ ভাবে করে। একবার আমেরিকা, জাপান ও বাংলাদেশী পুলিশের একটি করে দল বিশেষ প্রশিক্ষণে সুন্দরবন এলো। প্রথম দিন আমেরিকান পুলিশের দলকে বলা হল একটি হরিণ ধরে আনতে। তাঁরা হরিণ ধরে আনল। তার পরদিন জাপানি দলকে বলল একি কাজ, তাঁরা ও হরিণ ধরে আনল। এর পরদিন বাংলাদেশী দলকে বলল হরিণ ধরে আনতে, তারা একটি বাঘ ধরে এনে পিটাতে শুরু করল। তখন বাঘ বলল " ভাই আমারে আর মাইরেন না কইলাম তো আমি হরিণ।

তবুও জাহালাম বলে উঠেছিল, " স্যার, আমি জাহালাম, সালেক নয়।"
(প্রথম আলো, ২৮ জানুয়ারি, ২০১৯)

৩৩ মামলার ভুল আসামি তিন বছর ধরে জেলে।

আসলেই তোরা পুলিশ, মানুষ হবি কবে?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এবার তোরা মানুষ হ !!

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২০

সাইন বোর্ড বলেছেন: পুলিশ এখন বাংলাদেশে মূল্যবান একটা জাতিতে পরিণত হয়েছে, তাদের উপর অনেক কিছু নির্ভর করছে ।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৪

কাউছার চৌধুরী বলেছেন: সঠিক বলেছেন।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫

পবন সরকার বলেছেন: বলার কিছু নাই।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫০

এস এম ইসমাঈল বলেছেন: বাঘে ছুলে ১৮ ঘা, আর পুলিশে ছুলে ৩৬ ঘা।
আসমানের যত তারা, পুলিশের তত ধারা।
পুলিশ হইতে সাবধান
আজকের মত এতটুকুই
কালকে আবার এসে্ আমি পরীক্খা নেবো কিন্তু।
বুঝলে?

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:২২

রাফা বলেছেন: এটা হলো অশিক্ষা আর কুশিক্ষার ফল। যেখানে পুলিশের হওয়া উচিত সুশিক্ষায় উচ্চশিক্ষিত ।সেখান নিয়োগপ্রাপ্ত পুলিশ মনে হয় এইট পাশ বর্তমানে মনে হয় এস,এস ,সি লেভেল করা হইছে।আমি সঠিক জানিনা। যারা প্রতিনিয়ত নাগরিকের নিরপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা তারাই মুলত হরণ করছে নাগরিকের শান্তি।সেই উপনিবেশিক আমলের লাঠিয়াল বাহিনী হিসেবে তাদের কাজ অব্যাহত রেখেছে পুলিশ।

পুলিশ আইনের পরিবর্তন খুব বেশি জরুরী।বর্তমানে এস আই ও সার্জেন্ট হিসেবেই শুধু পুলিশের নিয়োগ দেওয়া উচিত।ফিল্ডে শুধু এরাই কাজ করা উচিত।আর বাকি সব রিজার্ভ থাকবে।

ধন্যবাদ,কা.চৌধুরী।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০২

রুরু বলেছেন: সবচেয়ে খারাপ লাগে যখন দেখি HSC পাশ কোন পুলিশ মাস্টার্স পাস কোন লোককে তুই বলে সম্বোধন করে

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫০

কাউছার চৌধুরী বলেছেন: জাহালামের জীবনে থেকে তিন বছর চলে গেল। তার এই সময় ফেরৎ দিবে কে।
https://www.prothomalo.com/bangladesh/article/1576452

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬

জু েয়ল বলেছেন: জাহালাম তো আডালতে বলেছিল যে সে সালেক নয়, আদালত কি তার দাবি তদন্ত করার কোন ব্যাবস্থা নিয়েছিল? আদালতের কি কোন দায়বদ্ধতা না্ই? বিচারক শুধু পুলিশ এর কথায় যে কোনো মানুষ কে জেলখানায় পাঠাবে? তাদের তাহলে বিজ্ঞ বিচারক বলা হয় কেনো?



























































আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.