![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাদ্যে ভেজাল নতুন কিছু নয়। আগেও ছিল বতর্মানে আরও বেড়েছে। আতিতে মিডিয়া কম ছিল, উপস্থাপন কম ছিল, তাই কম জেনেছি।
আমি আজ কোন তথ্য উপাত্ত বিশ্লেষণ করবো না। প্রচুর লেখালেখি হয়েছে। তার পরও অমাবস্যার অন্ধকার ছায়া আমাদের উপর ভর করেছে।
নিরাপদ খাদ্য আমাদের মৌলিক অধিকার। আর এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। খাদ্য সম্পর্কিত রাষ্ট্রের সকল দপ্তরের তাদের দায়িত্ব অবহেলার চিহ্ন সুস্পষ্ট।
আমাদের মন্ত্রীরা দাবী করেন আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যদি শুদ্ধি অভিযান চালায় দেখা যাবে আমরা ভেজাল ওষুধ ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
আমরা উন্নত বিশ্বের সাথে এক সাথে এক কাতারে দাঁড়াবার স্বপ্ন দেখি কিন্তু সুস্বাস্থ্য নিশ্চিত না করে বা নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত না করলে উন্নয়ন কি টেকসই হবে কিনা এখনই ভেবে দেখতে হবে।
আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ কতৃপক্ষকে নিতে দেখছি না। দয়া করে এগিয়ে আসুন, প্রান্তিক জনগোষ্ঠীর কে বাচাঁন।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লবণ হবে ।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২
কাউছার চৌধুরী বলেছেন: ঔষধ থেকে শুরু করে চাল, ডাল, মাংস, সবজি, দুধ সবকিছুই ভেজাল।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২
রাজীব নুর বলেছেন: এই দেশে এত ভেজাল, এত সমস্যা- আমার আর এই দেশে থাকতে ইচ্ছা করে না। কিন্তু আমি আমার দেশকে অনেক ভালোবাসি।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
কাউছার চৌধুরী বলেছেন: দেশকে ভালবাসি বলেই, এত কথা...
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৪
ইব্রাহীম আই কে বলেছেন: নির্ভেজাল শব্দের মধ্যেইতো ভেজাল নিহি। নতুন পারিভাষিক শব্দচয়ন করতে হবে আগে!
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৭
কাউছার চৌধুরী বলেছেন: জনাব আপনার সুবিধার্থে:
নির্ভেজাল বিণ. 1 ভেজালহীন; 2 খাঁটি, অবিমিশ্র (নির্ভেজাল মিথ্যে)। [সং. নির্ + বাং. ভেজাল]।
নির্ভেজাল a unadulterated, without adul teration. নির্ভেজাল মিথ্যা unmixed falsity, unmixed falsehood. নির্ভেজাল সত্য un mixed truth
genuine
নিট, খাঁটি, আদত, পাকা, আসল, আন্তরিক, নিপট, অকৃত্রিম, বিশুদ্ধ, স্বাভাবিক, অকৈতব, অকপট, আহেল, চোখা, নিখাদ, অমিশ্রিত, ছাঁচি, আসলী, আসলি, নিভাঁজ, আস্লী, আন্তরিকতাপূর্ণ
authentic
খাঁটি, সত্য, প্রকৃত, আসল, প্রামাণিক, অকৃত্রিম, বিশুদ্ধ, নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, প্রমাণসিদ্ধ, নির্ভেজাল
genuine
খাঁটি, প্রকৃত, সাচ্চা, সত্যিকারের, নির্ভেজাল, আদি ও অকৃত্রিম
unsophisticated
নির্দোষ, খাঁটি, অকৃত্রিম, বিশুদ্ধ, নিষ্পাপ, অবিমিশ্র, ছলাকলাহীন, নিখাদ, ভেজালহীন, অপরিশীলিত, নির্ভেজাল, পটু নয় এমন
unadulterated
খাঁটি, বিশুদ্ধ, অনাবিল, অবিমিশ্র, ডাহা, নির্জলা, নিখাদ, ভেজালহীন, নিভাঁজ, নির্ভেজাল
unmixed
নির্মল, খাঁটি, বিশুদ্ধ, অনাবিল, অবিমিশ্র, অমিশ্র, ভেজালহীন, অমিশ্রিত, ছাঁকা, অবিকৃত, অবিকার, নির্ভেজাল
without adulteration
নির্ভেজাল
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেদিন একটা পত্রিকার হেড লাইনে দেখলাম- বাজারে প্রচলিত বেশির ভাগ লনব ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল সল্ট দিয়ে তৈরি হচ্ছে।