নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ, এটাই আমার বড় পরিচয়.....

কাউছার চৌধুরী

মনের আনন্দে লিখি........

কাউছার চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নতুন বাংলাদেশের পথ চলা এবং কিছু প্রত্যাশা...

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৫৬

সাধারণ নাগরিক হিসাবে আমরা মনে করি হাসিনা সরকার ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করার অধিকার নৈতিক ভাবে অনেক আগেই হারিয়ে ফেলেছিল কারণ তাদের হাতে দেশের সাধারণ জনগন নিরাপদ ছিলনা। সে ক্ষমতায় থাকার জন্য গত পনের বছর ধরে যা মন চায় তা করে ছিল। আমারা দেখেছি সাগর রুনি হত্যাকান্ড যা আটচল্লিশ ঘন্টার মধ্যে সমাধান করার কথা বলা বলেছিল কিন্তু তাদেঁর একমাত্র শিশু সন্তান মেঘ আজ প্রতিবাদী কন্ঠস্বর। আমরা দেখেছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর ধর্ষণ ও হত্যাকান্ডর বিচার বা ত্বকী হত্যাকান্ডের বিচার এখনো ঝুলে আছে।

আমরা সকল হত্যাকান্ডের বিচার চাই। সকল সাধারণ ছাত্র-জনতার মুক্তি চাই। আমরা সরকারী সকল প্রশাসনে তথা রাষ্ট্রযন্ত্রের সংস্কার চাই। আমরা সকল প্রকার বৈষম্য শূণ্যের কোটায় দেখতে চাই। আমরা দেখতে চাই সরকারী সকল কর্মচারীর নিয়োগ ও প্রমোশন মেধা এবং স্বচ্চতার ভিত্তিতে হবে। এইটা আশা করা কি সাধারণ জনগনের খুব বেশী অপরাধ?

আমরা চাই আমাদের কৃষক তাঁদের ন্যায্য অধিকার পাবে। কৃষি ব্যবস্থাপনার জন্য অগ্রাধিকার ভিত্তিতে একটি বাজার ব্যবস্থাপনা নীতিমালা থাকবে। আমরা চাই শিল্পায়নের নামে এক ইঞ্চি কৃষি জমিও নষ্ট হবেনা। আমাদের কৃষক ভাইয়েরা সরকারী সকল সুবিধা সঠিক সময়ে ন্যায্যতার ভিত্তিতে পাবে। সরকারী কৃষি অফিসগুলো জবাবদিহিতার আওতায় আসবে। খাদ্যে ভেজাল বর্তমানে মহামারী আকার ধারণ করেছে। খাদ্যে ভেজালকারী এবং মজুদদারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। গুবাদী পশু, মৎস্য ও হাসঁ-মুরগীর খামারীদের সঠিক জ্ঞান দিতে হবে এবং অতি মুনাফা লোভী খামারীদের আইনের আওয়াতায় আনতে হবে। সন্তানদের মুখে ভেজালমুক্ত খাদ্য তুলে দেওয়ার দাবি কি অন্যায়?

আমরা চাই চিকিৎসা সেবা সকল নাগরিকদের জন্য সহজলভ্য হবে। সরকারী ব্যবস্থাপনায় সকল চিকিৎসা সেবা প্রদান করা হবে। প্রতিটি ইউনিয়ন স্বাস্থকেন্দ্রকে আধুনিকায়ন করতে হবে, যাতে ডাক্তাররা সেবা দিতে স্বাচ্ছন্দ বোধ করে। যারা গ্রামে চিকিৎসা সেবা দিবে তাদের জন্য অতিরিক্ত ভাতার ব্যবস্থা করতে হবে। সকল বেসরকারী হাসপাতাল ধাপে ধাপে বন্ধ করে দিতে হবে। সরকারী মন্ত্রি, আমলা ও কর্মচারীগণ - সরকারি চিকিৎসা সেবার বাইরে কোন প্রকার ভাতা বা সুবিধা পাবেনা। আমরা কি সিঙ্গাপুরের চিকিৎসা সেবা আমাদের দেশে আশা করতে পারিনা?

আমরা শিক্ষাকে পন্য হিসাবে দেখতে চাইনা। শিক্ষা আমাদের মৌলিক অধিকার। আমাদের শিক্ষকদের আজো তাঁদের ন্যায্য অধিকারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। শিক্ষদের প্রাপ্য সম্মান যথাযথ ভাবে বুঝিয়ে দিতে হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে করতে হবে। মেধা পাচার বন্ধ করতে হবে। যারা বিদেশে পড়তে যায় তাদের দেশে ফিরে আসার জন্য উৎসাহী করতে হবে এবং যোগ্য সম্মান ও প্রাপ্য স্বাধিনতাসহ কাজের সুযোগ করে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও সম্মানি প্রদানের ক্ষেত্রে আর্ন্তজাতিক মান ফলো করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকান্ডের বাইরে রাখতে হবে। শিক্ষা মন্ত্রানালয়ে মন্ত্রি নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে যোগ্য লোকদের নিয়োগ দিতে হবে। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে এবং বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে নতুন শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে আমাদের দেশের সংস্কৃতি, মূল্যবোধ কে মাথায় রেখে সর্বজন গৃহীত একটি শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়ন। আমরা চাই না কোন গবেষণা ছাড়াই কোন দেশের কারিকুলাম এ দেশে কপি পেস্ট করে চালিয়ে দেওয়া। আমরা চাই বুদ্ধি ভিত্তিক স্বাধীনতা, সৃষ্টিশীল বিজ্ঞানমনস্ক আধুনিক প্রজন্ম।আমরা কি আশা করতে পারিনা বিশ্ব রেংকিং আমাদের বিশ্ববিদ্যালয় সারিতে থাকবে?

আমরা চাই আমাদের দেশের আর্থিক খাতের সংস্কর। সরকারী মোসাহেব টাইপের আমলা বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে দেখতে চাইনা। রাজনৈতিক বিবেচনায় প্রতিষ্ঠিত সকল আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে আমাদের ভেবে দেখা উচিত। ঋণ খেলাফিদের তালিকা বাংলাদেশ ব্যাংক প্রতিমাসে প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করতে হবে । চিহ্নিত ঋণখেলাফিদের সকল প্রকার নাগরিক সুবিধা বন্ধ করতে হবে যেমন পাসপোর্ট, ট্রেড লাইসেন্স নবায়ন, জমি রেজিষ্ট্রি, ভবনের অনোমোদন, ব্যাংকিং সেবা এবং বিদেশ ভ্রমনসহ সকল প্রকার সরকারী সুবিধা।

আমরা চাই একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র, যেখান সব দল নিজেদের মধ্যে গণতন্ত্রের চর্চা করবে। আমরা দেখতে চাইনা কারো বাবার বা স্বামির দল দেশ পরিচালনা করোক। আমরা চাই দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করবে এবং ভবিষ্যতে যে সরকারের আসুক না কেন তাদেরকে যেন রাজনৈতিকভাবে প্রভাবিত করতে না পারে সে বিষয়ে সুনির্দিষ্ট আইনি সুরক্ষা তাদেরকে দিতে হবে। আমরা আরো দেখতে চাইনা ধর্মে নামে বা নাস্তিকতার নামে কোন রাজনীতি হউক। আমরা চাই দেশ পরিচালিত হবে ন্যয়পরায়নতা, মানবতা ও জবাবদিহিতার এবং সুশাসন প্রতিষ্টার মাধ্যমে। এমন রাষ্ট্র দেখতে চাই যেখানে সকল নাগরিক গঠনমূলক মত প্রকাশের স্বাধিনতা, পচন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ বা না ভোট প্রদানের স্বাধিনতা, সঠিক ও ন্যায্য কথা বলার স্বাধিনতা, ধর্ম পালন করার স্বাধীনতা, ধর্ম পালন না করার স্বাধীনতা ভোগ করবে।

আমরা আশা করি নতুন নেতৃত্ব আমাদের সঠিক পথ দেখাবে.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.