![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পূর্ণিমাতে ঝিনুক সম্পূর্ণরূপে তার কোল থেকে বের হয়। কাঁকড়া এরকম খোলা ঝিনুক দেখলে তাতে একটা পাথর বা সামুদ্রিক আগাছা ছুড়ে দেয়। ঝিনুক তার কোল আর খোলা বন্ধ করতে পারে না। কাঁকড়ার খাবারে পরিণত হয়।
যখন আপনি কাউকে কথায় প্রভাবিত করতে চাইবেন তখন আপনি বেশি কথা বলবেন, যত বেশি কথা বলবেন তত আপনাকে সাধারন মনে হবে এবং আপনার নিয়ন্ত্রণ তত কমতে থাকবে। যে কথা আপনি এক লাইনে শেষ করতে পারেন সে কথার পিছনে অতিরিক্ত শব্দ বের করা অপ্রয়োজনীয় মনে করি। যাদেরকে বোঝাতে চাইছেন তাদের জন্য ইশারায় কাফি এবং যাদেরকে সাবধান করতে চাইছেন তাদের জন্য একটা শব্দই যথেষ্ট। আমরা জানি আপনি অনেক বিচক্ষণ এবং সাহসী একজন ব্যক্তি। আপনার কথায় আমরা সব সময় সাহস খুঁজে পাই। আপনি আজকে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে। দেশের মানুষ আপনাকে ক্ষমতা দিয়েছে । আমরা চাই আপনি আরো কাজে মনোযোগী হন, সময়োপযোগী সিদ্ধান্ত নিন এবং বাস্তবায়ন করুন। আপনি যখন প্রয়োজনের তুলনায় কম কথা বলবেন তখন আপনাকে আরো বেশি ক্ষমতাবান এবং সাহসী মনে হবে, যা এই মুহূর্তে বেশি দরকার। আপনি যদি অতিরিক্ত কথা বলে নিজেকে হালকা করে ফেলেন তখন ষড়যন্ত্রকারীরা আপনাকে তুলার মত উড়িয়ে ফেলবে। সমালোচনাকারী সমালোচনা করবে। এই সমালোচনা আপনাকে ডিস্টার্ব করবে। আপনি মনোযোগ হারাবেন এবং আমরা হারাবো একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করার সম্ভাবনা।
আমাদের উচিত এই মুহূর্তে একটি অসাধারণ একশন প্ল্যান তৈরি ও বাস্তবায়ন করা। আমাদের হাতে সময় কম। দ্রুত বদলাতে হবে সবকিছু। সবার জন্য একটি সুস্থ ধারার বাংলাদেশ তৈরি করতে আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পুরা বাংলাদেশ আপনাদের দিকে তাকাই আছে। আপনারা অশুদ্ধ রাজনীতিকে শুদ্ধ করতে কি প্ল্যান গ্রহণ করছেন, দুর্নীতি বন্ধ করার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন, খাদ্যে ভেজাল বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ কি, সুশাসন প্রতিষ্ঠার পিছনে আপনাদের ভূমিকা কি, পাচারকৃত টাকা কি আদৌ ফেরত আসবে, রাজনৈতিক বিবেচনা যেসব ব্যাংক থেকে টাকা হরিলোট হয়েছে তার কি করবেন, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের পরিকল্পনা আমাদের কবে জানাবেন, প্রশ্নপত্র ফাঁসকারীদের শাস্তির ব্যবস্থা আদৌ করবেন কি, হাজারো প্রশ্ন, সবচাইতে বড় প্রশ্ন মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে আপনারা দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নিবেন কিনা যাতে কোন রাজনৈতিক দল ভবিষ্যতে ছাত্র জনতার দিকে বন্দুক তাক করাতে সাহস না পায়।
২| ১৩ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:৪৫
কাউছার চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫১
করুণাধারা বলেছেন: আপনার প্রশ্নগুলো যৌক্তিক। আশা করি দায়িত্বপ্রাপ্তরা এর উত্তর দেবেন।
বহুদিন পর ফিরলেন, স্বাগতম।