| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ সেনাবাহিনীর ইউনির্ফমে প্রধানত তিনটি রং আছে যথাঃ গাড় লাল, হলুদ বা সোনালী এবং সবুজ।তিনটি রং তিনটি ভিন্ন তাৎপর্য বহন করে।
গাড় লাল দ্বারা প্রকাশ পায়, আমি যখন মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার জন্য শত্রুর সাথে যুদ্ধ করে শহীদ হব। তখন, আমার বুকের রক্ত শুকিয়ে এরূপ গাড় লাল বর্ণ ধারণ করবে।
হলুদ বা সোনালী রং দ্বারা প্রকাশ পায়, বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আমি আমার দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষার জন্য সদা প্রস্তুত।
সবুজ রং দ্বারা প্রকাশ পায়, আমি বাংলার চির সবুজ শ্যামল মায়ের সন্তান। মা যেমন পরম আদরে আমার যত্ন নেয়, প্রয়োজন মুহূর্তে ঠিক তেমনি আমরা মায়ের আদর নিয়ে শত্রু ধ্বংস করতে সদা প্রতিজ্ঞ। 
©somewhere in net ltd.