| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই মিলে ভাল-মন্দ অনেক বিষয়ে অনেক কথা বলি , পরামর্শ নিই। কিন্তু দেখবেন যে , এই বলাবলি থেকে যখন আপনি উদ্যোক্তা হয়ে একটা কাজে হাত দিবেন ; যারা আলোচনায় অংশ নিয়ে ছিল তারায় এখন নাই !! প্রশ্ন তাদের কাছে , রস মাখানো মিষ্টি মুখে অনেক পরামর্শ-বলাবলি করে কাজের সময় আপনারা কয় থাকেন ?? সো, আমি আপনাদের বলব পটর পটর , জ্ঞানী ভাব না দেখিয়ে , কাজে দেখান, অন্যরা ভাল কিছু করতে চাইলে পাশে থাকুন, নিজেরা করতে পারলে পাশে ডাকুন ।।
আমার কাছে মনে হয় ;
১. তারা ঐ কাজের জন্য উদ্যোক্তা হতে পারেনি বলে সাড়া দেই না, তার মানে তারা jealous.
২. কেউ মুখে সাপোর্ট দিলেও আসলেই তার ভিতরে প্রতিহিংসা কাজ করে ; এরা আপনাকে ভাল পরামর্শ দিবে কিন্তু আপনার ভাল কখনো সহ্য করবে না ।
৩. কেউবা আছেন ভদ্রতার খাতিরে কাউকে হ্যা বলে, পরে নিজেয় গায়েব।
৪. আবার কেউ আছে, হ আমি আছি কিন্তু ভাই কিছু সীমাবদ্দতা আছে।
***** ভাল কাজের আবার সীমাবদ্দতা কিসের???? নিজের দ্বারা যে ভাল কাজ সম্ভব না; তা অন্যর সামনে কইয়া নিজেরে ফুটায়তুলার মধ্যে বাহাদুরি নাই, কারন ২ -৪ দিন পরেই নিজের মুখোশ উন্মোচন হবে !!
ভদ্রতার খাতিরে কাউকে হ্যা বলে , পরে নিজেই না হওয়ার চেয়ে প্রথমেই নিজের সীমাবদ্দতার কারন গুলো জানানো উচিত বলে মনে করছি, এতে কেউ কিছু মনে করবে না। বরং সীমাবদ্দতা কাটিয়ে কিভাবে উঠা যায় তার একটা সমাধান পাওয়া যেতে পারে। অন্তত যা নিজে পারবে না সে সম্পর্কে কাউ কে জ্ঞান না দেয়ার পরামর্শ হলেও কপালে জুটবে ,
তাই বলি কি... যদি অন্যের ভাল সহ্য না হয়-- কাউরে জ্ঞান না দিয়ে নিজে ঐ জ্ঞানের চর্চা করেন, অনেক কাজে দিবে ![]()
©somewhere in net ltd.