![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Life is short but Hope is Long...
দু'টি পশু যেথায় সঙ্গমে যায় মধুর এক
বোঝাপড়ায়,
কতই না আনন্দঘন স্বপ্নের আবেশ
সেথায়,
এতটুকু বিরক্তি কিংবা অসন্তুষ্টির
কোন লেশ
খোঁজে পাওয়া যায়না তাতে;
বলাৎকারে কোন পশু অন্য পশুকে
ঘায়েল করেছে
জগতে শুনেনি কেউ কখনো কিংবা
পশুদের দরবারে কোন পশু নালিশ
করেনি কভু
বলাৎকারের বিরুদ্ধে কোনদিন।
অবুঝ পশুরাও আজ লজ্জায় মাথা হেট
করলো
সোহাগীর মত ফুলকুমারীর
সম্ভ্রমহানিতে
হায়েনারাও লেজ গুটিয়ে গহীন
অরণ্যে লুকালো
আজীব ঐ জন্তুদের ক্রিয়াকলাপ
দরশনে।
বেশ্যার বাচ্চা বলে আমি ঐ
কুলাঙ্গারদের গালি দিতাম,,
দিলামনা খোদার অপরূপ সৃষ্টি
মমতাময়ী
এক নারীর ভালবাসার ধন তার জটর
ছিঁড়ে
পৃথিবীর আলো দেখেছে বলে।
কুলাঙ্গারই আখ্যা দেব আমি আজীব
ঐ জন্তুদের!
চা-পায়া অবুঝ পশুরা আজ ওদের
ক্রিয়াকলাপে
ভিন্ন রাজ্য খুঁজবে সন্দেহ নেই।
বেহায়াপনার একটা সীমা থাকা
দরকার
কুলাঙ্গারের হাড্ডিরা ঐ।
তোদের মা-বোনকে যদি কেউ এরকম
যন্ত্রণার কালোসাগরে চুবায়ে
সম্ভ্রমে কালি লেপাতো
করতিসটা কি তখন বল্ কুলাঙ্গারেরা?
চেয়ে চেয়ে তামাশা দেখে কি
নাটক সাজাতিস্!
গোটা পৃথিবীকে ওরা ধর্ষণের নষ্ট
জলে
একাকার করে দিল
সোহাগীর রাঙা লহু সাগর নদী লালে
লাল করে দিল,
দাউ দাউ আগুন সমস্ত জগৎজুড়ে আজ
শান্তির এতটুকুন অবশেষ নেই যেন,
এ কোথায় পাঠালে মা'বুদ তুমি
আমাদেরে!
বেহেশতের হাসি আদরের ভগ্নী-
কন্যাদের নিয়ে
কোন সাহসে আমরা দুর্বার পথ চলি?
বসবাসের সম্পূর্ণ অনুপযোগীই হয়ে
গেল আজ
সুন্দর এ বসুধা।
©somewhere in net ltd.