![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Life is short but Hope is Long...
রাষ্ট্র তুমি মিথ্যুক, রাষ্ট্র তুমি
বাটপাড়।
.
১৯৭৪ সালে রফিক আজাদ কবিতা
লিখছিলেন
- ভাত দে হারামজাদা... নইলে
মানচিত্র খাব...
.
২০১৬ সালে এসে ক্ষুদার্থ এবং বঞ্চিত
মানুষ রাস্তায় মিছিল করছে
-ভাত দেন প্রধানমন্ত্রী... নইলে
সংবিধান খাব.
.
যে মাটির সানকিতে এই রাষ্ট্র
আসছে পহেলা বৈশাখে পান্তা-
ইলিশের মত অভিজাত বিনোধনের
চিন্তা করছে, সেই সানকি হাতে
খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৭ পাটকল
শ্রমিকরা আজকে দুই মুঠো ভাতের
জন্য রাস্তায় নেমে গেসে।
.
হে রাষ্ট্র তুমি আমারে জিডিপি
বুঝাও? মধ্যম আয়ের দেশের গল্প
শুনাও?
.
মধ্যম আয়ের দেশ আমি বুঝি না
কারন, আমি এখনো রাস্তায় কুকুরের
সাথে মানুষ ঘুমাতে দেখি।
জিডিপি সেভেন পয়েন্ট আমি বুঝি
না
কারন,আমি এখনো খুলনায় ভাত না
পেয়ে সংবিধান খেতে চাওয়ার
মানুষ রাস্তায় দেখি।সংবিধান
আমি বুঝিনা কারন, আমি এখনো
বস্ত্রহীন মানুষ রাস্তায় দেখি।
.
এর পরেও যদি বলো, বাংলাদেশ
এগিয়ে যাচ্ছে।
আমি উত্তর দেব।
রাষ্ট্র তুমি মিথ্যুক, রাষ্ট্র তুমি
বাটপাড়।
©somewhere in net ltd.