নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জিভটা এখনো আমারইজিভ আমরা গলাটা এখনো আমরাইগলা।কেটে উপহার দেই নি কাউকেআমি অভ্যাস আজও সময়ের কথা বলা।

আতাউর রহমান কাওছার

Life is short but Hope is Long...

আতাউর রহমান কাওছার › বিস্তারিত পোস্টঃ

ওহে বাংলাদেশ আমার মত প্রকাশের লাল কালি!undefined

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন যত
ক্ষমতা ক্ষমতাধর দেশের প্রধানের
কথাই বলেন, শুধু ক্ষমতার চেয়ার টা
সরিয়ে ফেলুন, তাঁর পর দেখুন না তাঁর
ক্ষমতার দৌর। দেখবেন সে
একেবারেই ভয়ঙ্কর না,বরং আপনার
আমার চেয়ে অনেকগুনে ভালো মানুষ,
অথচ এই মানুষ ই যখন ক্ষমতায় তখন
কোটি কোটি মানুষের হত্যাকারী,
ধর্ষণকারী। যার প্রমাণ আজ আইএস।
আর এই এই আইএস কে ইস্যু করে চলছে
হত্যা আর ধর্ষণ।
আমাদের মাননীয়া প্রধানমন্ত্রী
কতো ভালো মানুষ, ১০ টাকা কেজি
চাল দিচ্ছেন, যা আর কেউ পারেনাই।
তার সুন্দর সুন্দর পুত্র, কন্যা, নাতনি,
বাড়ি,গুছানো বাগান দেখে আমরা
ভাবি কি শান্তির দুনিয়া।
কিন্ত @@
বাশখালিতে শুধুমাত্র নিজেদের
অধিকার আদায়ের জন্য কথা বলার
করণে সাতজনকে পুলিশ গুলি করে
মেরে ফেলল, রানা প্লাজা,
তাজরিন, ট্যাম্পাকোতে শত শত
মানুষ মারা গেলো, অ্যাক্টিভিস্ট ও
সাহিত্যিকদের কোপিয়ে মারা
হইলো।
কেউ রাস্তায় কোন রকমের কোন কথা
বলতে গেলেই টিয়ার গ্যাস মারে,
নার্সরা তাদের অধিকারের কথা
বলতে গেল তাই এক আন্দোলনরত
প্রেগন্যান্ট নার্সরে পিটাইয়া
গর্ভপাত করাইয়া ফেলল, পহেলা
বৈশাখের মত অনুষ্ঠানে শত নারী
শিশু মোলেস্টেড হইল।
অষ্টম শ্রেণী পড়ুয়া পূর্ণিমাকে যখন
ধর্ষণ করা হচ্ছিল, এত মানুষ দেখে
পূর্নিমার মা ধর্ষকদের বলছিলো
"বাবারা, আমার মেয়েটা ছোট
তোমরা একজন একজন করে এসো, ও
মরে যাবে।
আমাকে একফোটা পানি দাও,তাকে
বলা হল পানির বদলে শরীরের ঘাঁম
খা... ( মৃত্যুপথযাত্রী সিলেটের
কিশোর রাজন)
আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই
যে-ভাবেই হোক আমাকে বাঁচাও।
আমার দুধের সন্তানটার কি হবে?
(রাজনীতির আগুনে দগ্ধা হয়ে
এভাবেই বাঁচার আকুতি চিৎকার করে
জানিয়েছিলেন মৃত্যু পথযাত্রী
গার্মেন্টস শ্রমিক শায়লা।)
আমার সন্তান কে আমার বুকে
ফিরিয়ে দাও!! আমি আর কখনো
আসবোনা। তোমাদের পায়ে ধরি
আমাকে ছেড়ে দাও..... (অজ্ঞান
হওয়ার আগ পর্যন্ত হায়েনাদের পায়ে
ধরে এভাবেই আকুতি জানিয়েছিল
পহেলা বৈশাখে টিএসসির মোড়ে
লাঞ্চিত বোনটি।)
ওরা আমাকে দুদিন আটকে রেখে
পালাক্রমে ধর্ষন করেছিল। হাতে
ধরেছি পায়ে ধরেছি কিন্তু আমাকে
তারা ছাড়েনি। বারবার আমি
জ্ঞান হারেয়েছি...
বুক ভরা হাহাকার নিয়ে কেঁদে কেঁদে
নালিশ করছিলো মেডিকেল কলেজে
পড়তে আসা কাশ্মীরের ধর্ষিতা
বোনটি।
ভারতীয়দের কাঁটাতারে দুদিন ধরে
ঝুলেছিল আমার বোন "ফেলানী"।
তাঁর আত্মচিৎকার এই সভ্য মানবতার
দুয়ারে কষাঘাত করেনি...
আমাদেরকে জোর করে মৃত্যুর দিকে
ঠেলে দেয়া হলো। এ অর্থলিপ্সু
মালিকদের ঘৃণ্য রাজনীতির বলি
হলাম আমরা.... রানা প্লাজার
শ্রমিকরা মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই
চিৎকার করেছিল।
ওদের দুজন পা ধরেছে, একজন চুল আরো
কয়েকজন............... ভয়ে আমার শরীর
নিথর হয়ে এলো, শত চেষ্টা করেও একটু
চেঁচাতে পারলাম না,পারলাম না
নিজেকে বাঁচাতে! বিসন্ন অন্ধকারে
কালো মুখোশ! পশুর শরীরের
বিচ্ছিরি গন্ধ পালা ক্রমে শেয়াল,
কুকুর আর হায়নার হুঙ্কার! অসহায়
হরিণির সর্বস্ব লোপাট। আমায়
বিবস্ত্র করা হল, টেনে হিচড়ে তুলে
নেয়া হল চুল। হায়নার বিষাক্ত দাঁতে
ক্ষত-বিক্ষত হল আমার শরীর। - তনুর
কথা ......
অষ্টম শ্রেণীর ছাত্রী রিশার কথা
......
সুন্দরী হওয়া ই তার অপরাধ ছিল,
পেটের মাঝখান টায় ধারালো ছুরির
আঘাতে ভুরি টা বের হয়ে আসে, ৩
দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে হেরে
যায়......
আফসানার মৃত্যুতে দেশজুড়ে
তোলপাড়......আফসানাকে ধর্ষণের পর
রশির মতো কোনো কিছু দিয়ে
পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা
হয়েছে।
ঈদে ঘোরার কথা বলে প্রেমিকাকে
(২৩) ডেকে নেন মুক্ত সরদার (২৫)।
এরপর তাকে নিয়ে যান ফাঁকা মৎস্য
ঘেরে। সেখানে আটকে রেখে আরও
পাঁচ বন্ধুকে নিয়ে রাতভর
প্রেমিকাকে ধর্ষণ করেন মুক্ত।
মঙ্গলবার রাতে বাগেরহাটের
রামপাল উপজেলার সদর ইউনিয়নের
ওড়াবুনিয়া গ্রামের ঘটনা ............
না ভাই আমি আপনাদেরকে আইয়ামে
জাহিলিয়াতের কোন রগ রগা
কাহিনী শোনাইনায়। তথাকথিত
বুদ্ধিজীবীদের বর্ণনা অনুযায়ী
মধ্যযুগীয় কোন বর্বরতার কথা না
.........
শোনালাম এ সভ্য দুনিয়ার ৪৬ বছর
বয়সের এক স্বাধীন দেশ এ
বাংলাদেশের কথা। হ্যাঁ ভাই বোন
বন্ধু সকল। প্রতিটা লাইন কপি করে
গুগুলে সার্চ করেন।গুগোল প্রমান
দেবে। কোন মানুষের সাক্ষী
লাগবেনা। আর সাক্ষী পাবেন
কোথায়, প্রানের ভয় কেউ কিছু বলবে
না। আর কত এই স্বাধীন দেশে। আর
দেখলেন তো ৪৬ টি বছর। কতো দল,
কতো মত!!! এ,আর,কাওছার।undefined

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের সমস্যা কোনটা বাদ পড়েনি তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.