![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Life is short but Hope is Long...
সম্মানিত, আলেমসমাজ, আপনারা,ইসলাম প্রিয় আমজনতাকে ইসলামের পথে ডাকবেন, ঈমানের পথে ডাকবেন বুঝ ও বুদ্ধি মত্তা দিয়ে পাপাচার ও জাহেলিয়াত সমাজ থেকে দূরকরা জন্য ই তো আপনারা ইসলামের রাহবার হয়েছেন। কিন্তু আপনাদের কিছু কিছু খ্যাতনামা আলেম উলামারা, ওয়াদার খেলাফ করেন, কথা দিয়ে কথা রাখেন না, এটা কি ইসলাম স ম ত্তন করে, আর ইদানিং ওয়াজ মাহফিল এর নামে মুসল্লিদের কে বিভ্রান্তিকর অবস্তা সৃস্টি ক রা হচ্ছে, কিছু নামিদামী বক্তারা টাকার জন্য ওয়াজ নছিহত করেন,বিশেষ করে কাওমিপন্তি আলেমরা,আগে টাকা পরে প্রগাম বুজলাম আপনারা ঢাকা থেকে আসতে হলে আর্থিক খরছ হবে তাই বলে কি, এত টাকা তার পরে ও ইসলাম প্রিয় জনতা রাজি, তবুও রয়েযায়,,, আমি বলি আমার এলাকার সিলেটের প্রতান্ত অঞ্চল একটি ঘঠনা, গেল বছ রের ক ন এক দিন পুষ্টারিং করে আয়োজক কমিটি প্রাধান অতিথি করে আন্তরজাতিক খ্যাতিমান বক্তা কুয়াকাটা থেকে আগত মাও: হাবিবুর রহমান মিছবাহ সাহেব কে যুগাযোগ করা হয় উনার পি,এস এর সাথে, উনি রাজি তবে প্রথমে ক্যাশ ৫০.০০০ হাজার টাকা,সহ বিমানের টিকেট,ওকে রাজি, স ম য় ম ত কল করা হলে সরি উনার জরুরি প্রোগাম আসতে পারবেনা,টাকা কল কাট। ঠিক একই এলাকায়, কুয়াকাটার হুজুর আসবেন এই বছর বাট আয়জক কমিটির সাথে সেইম ক থা টাকা ও সেইম, বাট টাইম আসলে উনি বিজি দেশের বাহিরে,এটা যদি হয় খ্যাতিমান বক্তার প্রতিচ্ছবি,মুসল্লিরা হতবাক তবে ইসলাম আজ কোন পথে......
লেখক: মানবধিকার কমী,ও সংবাদ কমী।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৯
আতাউর রহমান কাওছার বলেছেন: জা নিজে দেখেছি তা লেখেছি তবে ক্বাওমি সব না জাস্ট উনি
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এরা ইসলাম প্রচার করে না এরা কন্ঠ বিক্রি করে পেঠ চালায়। অনেকটা মমতাজের বুকটা ফাট্টা যায় অবস্হার মত। মনির খান, আজম খানের পেশার মধ্য আর সমস্ত ওয়াজিনের পেশা মাঝে বেশি একটা ফারাক নেই। এক দল গান গায় আরেক দল নবী রাসূলদের কিচ্ছা কাহিনী শুনায় মাঝে মাঝে পবিত্র কোরান ও হাদিস আওড়ায়!
উভয়ে ধান্ধা তারকাখ্যাতি ও টাকা পয়সা।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২
Rummannaik বলেছেন: আপনার কথায় পুর্ণ সহমত পোষণ করতে পারলামনা ভাই। কওমীর কথা বললেন আলিয়ার কথা বললেননা। যুক্তিবাদী, তুর্কী, জঙ্গী,আবেদি আল কাদরী এরা কম কিসে?