![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Life is short but Hope is Long...
ক্যামেরাম্যান এগিয়ে গেলেন বিধ্বস্ত সিরিয়ার ক্ষুধার্ত ময়না পাখিটার ছবি তুলতে৷
এগিয়ে আসা ক্যামেরাম্যানকে নিজের মতই ক্ষুধার্ত মনে করে নিজের খাবার এগিয়ে দিলো ‘সিরিয়ার ময়না পাখি!'
আরব অতিথিপরায়ণতার গল্প শুধু পড়েছি আর শুনেছি৷ আরব তুমি এতোটা অতিথিপরায়ণ, কল্পনাও করতে পারিনি৷
২| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৬
বিজন রয় বলেছেন: বিরল দৃশ্য। করুণ দৃশ্য।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সত্যিই বিরল দৃশ্য। চোখে জল আসার মতো। সৃষ্টিকর্তা শিশুটির মঙ্গল করুন।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৮
প্রশ্নবোধক (?) বলেছেন: এই নোংরা পৃথিবীতে এখনও কিছু দৃশ্য চোখে জল আনে আগুন আনে।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৫
আততায়ী আলতাইয়ার বলেছেন: হয়তো বাচ্চাটার পরিবারের কেউ বেঁচে নেই বাচ্চা হয়তো তাও জানে না
৬| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৮
ইমরান আশফাক বলেছেন: আহ্হারে, বুকটা ফাইটা যাচ্ছে আমার।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৮
রানার ব্লগ বলেছেন: পাখিটা আমাকে দিয়ে দেয়া হোক !!!
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
আরবেরা অতিথীপরায়ন শুনেছি, দেখিনি; শিশুরা সবাইকে ভালোবাসে(যদি কোন কারণে ভয় না পায়); শিশুকে দিয়ে আরবদের সবাইকে অতিথীপরায়ন বলা ঠিক হবে না; এদের বেশীর ভাগই নিজের গোত্রের বাইরের লোকের জন্য জল্লাদ হয়ে যায় দরকার মতো।