![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ন্যায়ে সন্ধানে, আকাশে উড়িয়ে শান্তির নিশান। মুক্তমনে উদার কণ্ঠে, গেয়ে যাবো সত্যের জয়গান।
"ত্রিশ লক্ষ জীবনের বিনিময় পেয়েছি এ দেশের প্রাণ। শত শত মা-বোনদের ইজ্জতের বিনিময় পেয়েছি এ দেশের সম্মান। সহস্র তরুণের বুকের তাজা রক্তের বদলে রক্ষা করতে পেরেছি মাতৃভাষা, পিতৃভাষা, নেতার ভাষা, পতিতাদের ভাষা আমাদের সবার প্রিয় বাংলা ভাষা।"
.
"কিন্তু বড় দুঃখের বিষয়, যে ভাষার জন্য সহ্য করতে হলো এতো দুঃখ-কষ্ট ও আর্তনাদ। আর আজ সেই ভাষার সম্মান দিতে শিখলো না ইসলাম ধর্ম। এটা কেমন বিচার! কবরে নাকি আরবি ভাষায় কথা বলতে হবে। পরকালের ভাষা নাকি আরবি। মানি না, মানবো না। আমাদের দাবি মানতে হবে, কবরের ভাষা বাংলা চাই।"
.
[এরকম কুটুক্তিমূলক কথাবার্তা 'মুক্তমনা ও ধর্মকারী' ব্লগের নাস্তিকরাই বলেছে।]
.
আসলে তারা কি? পৃথিবীতে আরো তিনটা প্রধাণ ধর্ম থাকা সত্ত্বেও শুধু ইসলামকে নিয়েই হাসি-তামাশা, ব্যঙ্গ, কটুক্তি করে কেন? এ ধর্মের প্রতি এতো চুলকানি কেন? নাকি এরা অবৈধ রক্তের দ্বারা সৃষ্ট।
.
নাস্তিক তো নাস্তিকই। তারা আবার পরকাল বিশ্বাস করবে কেন? কবরের ভাষা বাংলা চাবে কেন? এটা কোন ধরণের মূর্খতা!
.
আসলে এরা কি জানেন? ফেইক নাস্তিক, ইসলাম ধর্ম বিদ্বেষী, অবৈধ সন্তান। তসলিমা নাসরিনের ডিম থেকে ফুটোন্ত মুরগির বাচ্চা।
.
#কাওস্টাইন।
©somewhere in net ltd.