![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ন্যায়ে সন্ধানে, আকাশে উড়িয়ে শান্তির নিশান। মুক্তমনে উদার কণ্ঠে, গেয়ে যাবো সত্যের জয়গান।
যেদিন নাস্তিকরা হয়ে যাবে ক্লান্ত,
সেদিন মোরা হয়ে যাবো শান্ত।
উৎপীড়নের ঢেউ আকাশে উড়িয়ে,
তখন হয়ে যাবে তারা নিরাশ্রয়ে,
তাদের নোংরা চিন্তাকে ধিক্কার দিয়ে,
সেদিন মোরা হয়ে যাবো শান্ত,
যেদিন নাস্তিকরা হয়ে যাবে ক্লান্ত।
যেদিন মোরা হয়ে যাবো বীভৎস,
সেদিন থাকবে না নাস্তিকদের উৎস।
.
চরম বিতৃষ্ণায় যেদিন তারা কাতর,
সেদিন মোরা মারব কলমের পাথর।
যেদিন নাস্তিকরা হয়ে যাবে ক্লান্ত,
সেদিন মোরা হয়ে যাবো শান্ত।
কথা ছিল কথার জবাব কলম দিয়ে,
কিন্তু তারা উগ্র স্বভাবে উঠল চেঁচিয়ে।
শুরু করলো অশ্লীলতা দিয়ে আঘাত,
অসম্ভব বিশ্রী বুদ্ধিতে তারা খ্যাত।
তারাই আবার কলাবিজ্ঞানী,
তারাই আবার সুবিধাবাদী,
তারাই আবার মুক্তচিন্তক,
তারাই আবার ন্যস্তক!!
.
লেখা : 'কাওছার আজাদ'
©somewhere in net ltd.