![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ন্যায়ে সন্ধানে, আকাশে উড়িয়ে শান্তির নিশান। মুক্তমনে উদার কণ্ঠে, গেয়ে যাবো সত্যের জয়গান।
পশুপ্রেম নিয়ে সারা বছর চুলকানি না থাকলেও ঈদুল আজহা তথা কুরবানীর ঈদ আসলে মুক্তমনা নাস্তিকদের মনে পশুপ্রেম জাগ্রত হয়। কুরবানী ঈদ আসলে তাদের অন্তরে পশু প্রেমের চেতনা বৃদ্ধি পায়। কিছু নামধারী মুসলমানের বাচ্চা তথা স্বঘোষিত নাস্তিকরা অনলাইন জগতে এসে উন্মাদনা সৃষ্টি করে। ভার্সিটি লাইফে অনেক স্বঘোষিত মুসলিম ঘরে জন্ম নেওয়া নাস্তিক ক্লাস ফ্রেন্ডদেরকে দেখেছি। কুরবানী ঈদ আসলেই তাদের অন্তরে পশুপ্রেম উতলিয়ে পড়ে। রুমাল দিয়ে মিছা-মিছি চোখের পানি মুছতেও দেখেছি। আবার দিনশেষে তাদেরকে কুরবানীর গোস্ত খেতেও দেখেছি। তাদের এসব কাণ্ড-কাহিনী দেখে মনে মনে ভাবি- 'সত্যি সত্যিই নাস্তিক মানে বিনোদন। নাস্তিক মানেই হাসির বস্তু।'
.
আপনারা ইতোমধ্যে অনেকেই জানেন যে, কুরবানীর ঈদ আসলে নাস্তিকদের কমন ডাইলগটা কী? তারা বলবে- 'ইসলাম কিভাবে বিশ্বজনিন ভাতৃত্ববোধের ধর্ম হয়! যেখানে তারা কুরবানী করার নামে পশুদের প্রতি নির্দয় আচরণ করে। এটা কী কুরবানীর নামে পশুদের প্রতি নৃশংসতা নয় ! যে ধর্মে পশুপ্রেম নাই সেখানে আবার কিসের বিশ্বজনীন ভ্রাতৃত্বের দাবি করে?'
.
তাদেরকে যদি বলা হয়- 'আপনি নিজেদেরকে যথেষ্ট বিজ্ঞানী দাবি করেন। কিন্তু বিজ্ঞানের সামান্য জ্ঞানও আপনার মাথায় নাই।'
একথা শুনে তারা নিশ্চয়ই চেঁচিয়ে উঠবে- 'কী আমরা বিজ্ঞান জানি না!'
তারা যদি সত্যিই বিজ্ঞান জানতো তাহলে অন্তপক্ষে এতটুকুও ধারণা থাকত যে, একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিটি শ্বাস-প্রশ্বাসে অসংখ্য জীবাণু টেনে নিয়ে সঙ্গে সঙ্গে হত্যা করতেছে। এ ক্ষেত্রে অসংখ্য প্রাণ হত্যা না করলে কি এক মুহূর্তের জন্যও নাস্তিকরা বেঁচে থাকতে পারবে? এখানে তাদের প্রাণীপ্রেম থাকে না কেন?
বেঁচে থাকার জন্য এক প্রাণী অন্য প্রাণীর উপর নির্ভরশীল। দৈনিন্দন জীবনে সাবান-সোডা ব্যবহার করতেছেন! এটা তৈরির বিশেষ উপাদান কি? নিশ্চয়ই চর্বি! তাহলে এই চর্বি আসে কোত্থেকে? পশুহত্যা ছাড়া এটা কী সম্ভব? এখানেও স্বঘোষিত নাস্তিক নামের পশুপ্রেমিরা নীরব!
প্রতি বছরে বাংলা নব বর্ষ পালন করেন ইলিশ মাছ দিয়ে। একই দিনে সহস্র ইলিশ হত্যা করে নব বর্ষ পালন করেন! এখানেও স্বঘোষিত নাস্তিক নামের কলা বিজ্ঞানীরা নীরব থাকে!
ফ্রি সেক্স করে অসংখ্য প্রাণের ভ্রণ হত্যা করেন। অবৈধ মেলামেশা করে পেটের মধ্যে নব্য প্রাণের অস্তিত্ব ধারণ করে আবার মেডিকেলে যেয়ে প্রেগন্যান্সি ক্যান্সেল করেন। এখানেও নাস্তিকরা নীরব থাকে! শুধু শুধু মুসলমানের কুরবানী ঈদে পশু জবাই করা দেখলে তাদের মনে পশুপ্রেমের চেতনা জাগ্রত হয়। What does atheist mean? তাহলে সত্যি সত্যিই নাস্তিক মানে বিনোদন ও হাসির বস্তু নয় কি? Yes, Atheist means entertainment, atheist means laughter, atheist means national mad and atheist means international anecdote.
.
'কাওছার আজাদ'
©somewhere in net ltd.