![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ন্যায়ে সন্ধানে, আকাশে উড়িয়ে শান্তির নিশান। মুক্তমনে উদার কণ্ঠে, গেয়ে যাবো সত্যের জয়গান।
দীর্ঘ দুই বছর তিন মাস যাবৎ এই ব্লগের সাথে যুক্ত আছি। এ পর্যন্ত প্রায় ৪৪টি পোস্ট করেছি। সময় পেলে অন্যদের পোস্ট পড়ে মন্তব্যও করি। কিন্তু আপসোস! আমাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেয়া হচ্ছে না। এর আগে ব্লগে মেইলও করেছিলাম, কোনো গুরুত্ব নাই। এটা কিছু হলো নাকি? নতুনদেরকে যদি সুযোগ না দেন, শুধু পুরাতুনরাই ব্লগ-শাসন করে বেড়ায়! তবে আমরা এখানে কেন আসি?
.
সামু ব্লগে যুক্ত হওয়ার পর থেকেই সেই মডারেশন স্ট্যাটাস,– “সামহোয়্যার ইন ব্লগে আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৩ দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন।” হায় আপসোস! এই পর্যবেক্ষনের জন্য ৩ দিন সময়টা আমার কাছে ২ বছর ৩ মাসে এসে দাঁড়ালো, তবুও প্রথম পাতার নাম-গন্ধ পাচ্ছি না। এত কষ্ট করে লিখি এবং সামু ব্লগে তা যত্নসহকারে পোস্ট করি; অথচ তা কেউ পড়ে না—যেন এসব লেখা আমি আমার গোপন নোটপ্যাডে রেখে দিচ্ছি। প্রধান পাতায় লেখা না গিয়ে শুধু নিজের ব্লগ আইডিতে লেখা ঝুলিয়ে থাকলে এটাকে নোটপ্যাড ছাড়া কী বলব? আর কিচ্ছু লিখতে ইচ্ছে করছে না। সামু কর্তৃপক্ষের এরকম মডারেশন নিয়মে আমি ব্যথিত।
[এই পোস্টটি যে লিখলাম, এটাও কারো নজরে পড়বে কিনা জানি না। তবুও পোস্ট করলাম।]
©somewhere in net ltd.