![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ন্যায়ে সন্ধানে, আকাশে উড়িয়ে শান্তির নিশান। মুক্তমনে উদার কণ্ঠে, গেয়ে যাবো সত্যের জয়গান।
যতদিন নাস্তিকরা হবে না ক্লান্ত,
ততদিন আমরাও হবো না শান্ত।
যেদিন আমরা হয়ে যাব বীভৎস,
সেদিন থাকবে না তাদের উৎস।
উদার কণ্ঠে প্রদীপ্ত বিশ্বাসী মনে,
আকাশে উড়াবো শান্তির নিশান।
তাদের মুক্ত-চিন্তাকে ধিক্কার দিয়ে,
লাথি দিয়ে পাঠিয়ে দিব নিরাশ্রয়ে।
.
মানবতার কথায় মুখোরিত অঙ্গন,
মনে হয় যেন নিয়েছে মহা সাধন।
অনলাইনে শুধু মানবতার ভোঁজ,
বাস্তবে নাই ওদের কোনো খোঁজ।
মুখে নারীবাদীদের স্বস্তা স্লোগানে,
নারীদেরকে মোহনীয় করে টানে।
মুরগি ধরার এই অভিনব কৌশল,
শিয়ালরাই সবচেয়ে ভালো জানে।
.
মিথ্যা কথা আর ভণ্ডমির চূড়ায়,
কোমল-মনে ঢুকায় ওরা সংশয়।
ফ্রিতে বিদেশ যাওয়ার প্রবল ইচ্ছে,
তাই তো ধর্মের পিছু লেগে যাচ্ছে।
অসম্ভব বিশ্রি বুদ্ধিতে ওরা খ্যাত,
মিথ্যাশ্রয় নিয়ে হতে চায় প্রখ্যাত।
অশ্লীলতা দিয়ে ওরা করে আঘাত,
মানুষ নয় তারা বান্দরের জাত।
.
কবিতা : “নাস্তিক”
– “Kawsar Azad”
©somewhere in net ltd.