![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্ট মণি মাকে বলে
কে মোর সৃষ্টিকর্তা?
কার আদেশে চন্দ্র সূর্য
কিরণ দেয় দিবা- রাত্র।
বলনা হে মা আমায়,
ঝর ঝর ধারায় এই ধরাতে
বৃষ্টি কে নামায়?
কেইবা দেয় রাত্রি ও মা
কেইবা দেয় দিন?
দূর আকাশে মনের সুখে
উড়ছে গাঙচিল।
প্রভাত বেলায় কিচিরমিচির
পাখি গান গায়,
পাখির কণ্ঠের মধুর সুরে
ঘুম ভাঙ্গে মোর প্রভাত বেলায়।
কেইবা দিল বিশাল সাগর
কেইবা দিল নদী?
বলোনা মা শুনতাম আমি
বলতে তুমি যদি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ১১:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ লেখেন ভাই আপনি। কবিতা পড়ে মুগ্ধতা জানিয়ে গেলাম। +++++
শুভকামনা জানবেন সবসময়।