নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যত মত তত পথ

কাজী মাহমুদ রুম্মান

১২৩৪৫৬

কাজী মাহমুদ রুম্মান › বিস্তারিত পোস্টঃ

গ্রামের নাম আলুটারি

০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪২

নামে কি বা যায় আসে ? আসে, অনেক সময় অনেক কিছুই যায় অাসে।আমরা যেমন বলি- নামে নামে যমে টানে বা বৃক্ষ তোমার নাম কি ? ফলেই পরিচয়....।কথাটা মনে আসলো রংপুরের একগ্রামে একজন জাপানী ভদ্রলোকের হত্যাকান্ডের খবরটি পত্রিকায় পড়তে গিয়ে।
নিহত বিদেশী ভদ্রলোককে একজন “আলু ব্যবসায়ী” বলে উল্লেখ করেছেন আমাদের দেশের এক বর্ষীয়ান বিজ্ঞজন।উনি আবার নানা জনকে উপদেশ দিয়ে বেড়ান।
তো,আমার কথা হলো উনি কিছু ভুল বলেন নি।আলুটারি গ্রামে শুধু আলুবিক্রেতারা থাকে এমন ভাবতেই পারেন যেকেউ।এভাবে ভাবাও একপ্রকার চিন্তার স্বাধীনতা আর প্রকাশ্যে বলাটা মতপ্রকাশের স্বাধীনতা।
সেক্ষেত্রে নিহত জাপানী ভদ্রলোককে আমি বলবো সৌভাগ্যবান !
একবার চিন্তাকরে দেখুন, আলুটারি গ্রামের পরিবর্তে যদি ছাগলনাইয়্যায় ঘটনাটা ঘটত, তাহলে এতক্ষনে নিহত ভদ্রলোক একজন ছাগল ব্যাবসায়ী বা মুক্তচিন্তকদের কল্যানে নিজেই একজন ছাগল > ছাগুতে পরিনত হতেন।।
বাঙ্গালীর চিন্তা-চেতনার জয়জয়াকার চারিদিকে।লক্ষণটা ভালই।দেশ এগিয়ে যাচ্ছে শৈন শৈন।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

গেম চেঞ্জার বলেছেন: আলুটারি গ্রামে শুধু আলুবিক্রেতারা থাকে এমন ভাবতেই পারেন যেকেউ। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

ভায়ার বুদ্ধি আছে হেহে।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: যদি ছাগলনাইয়্যায় ঘটনাটা ঘটত, তাহলে এতক্ষনে নিহত ভদ্রলোক একজন ছাগল ব্যাবসায়ী বা মুক্তচিন্তকদের কল্যানে নিজেই একজন ছাগল < ছাগুতে পরিনত হতেন।।
বাঙ্গালীর চিন্তা-চেতনার জয়জয়াকার চারিদিকে।লক্ষণটা ভালই।দেশ এগিয়ে যাচ্ছে শৈন শৈন।

যার যা মনে আসছে তাই বলছে।

দেশের মান সম্মান আর কিছূ বুঝি অবশিষ্ট রইল না।
এতদিনতো দেশের মানুষকেট্যাগিং করে চলছিল! এবার আন্তর্জাতিক মহলেও কি ট্যাগিংবাজি চালাবে নাকি!!!
যারা আওয়ামীলিগকে সমর্থন দেবেনা তারাই রাজাকার দেশ!

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:০৩

কাজী মাহমুদ রুম্মান বলেছেন: সর্বত্রই নৈতিকতার অবক্ষয়।শেইম এন্ড স্যাড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.