![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেইদিন ঢেউ ছিল, পাশে কেউ ছিল,
নির্বাক নগরীতে ব্যস্ততা ছিল, ছিল পিছুটান।
আজ ঢেউ নেই, পাশে কেউ নেই,
নেই হারিয়ে ফেলার ভয়, সব হয়েছে ম্লান।
স্রোতস্বিনী নদী থেমে গেছে, বেঁকে গেছে মেঠোপথ, ধূসর ধুলোয় আর্তনাদ।
রাতের আধারে পথে নেমে দেখি সাথী শুধু কিছু ল্যাম্পপোস্ট আর মেঘে ঢাকা চাঁদ।
বহুদূর পথ, ক্লান্ত শপথ;
সাথে ছিল শুধু মলাটে মোড়ানো কৃষ্ণচূড়া অথবা বকুল-কদমের গন্ধ।
যাও ছিল তা, হারিয়েছি সেথা;
জানিয়েছি বিদায়, শ্রুতিমধুরতা করেছি বন্ধ।
জেনে বুঝে তাও পাতালে কোথাও, নিজে হয়েছি উচ্ছিষ্ট;
তোমায় করেছি মহান।
সবকিছু ভুলে, নতুনের ফুলে দেখেছি স্বপ্ন;
আর কখনো করব না আহবান।
©somewhere in net ltd.