![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে কেউ মেধা বেচে,
কেউ বা বেচে শ্রম।
কৌশলে কেউ ক্ষমতা বেচে,
রূপ দেখিয়ে সম্ভ্রম।
কিছু আছে আবেগ বেচে,
বিবেক থাকতেও জড়ায় প্যাঁচে।
বুদ্ধির জোরে সাজে ন্যাকা,
তিনিই শুদ্ধ, জগৎ বাঁকা।
অনেকে আবার টাকা বেচে,
সুশীলরা বেচে ফেম।
তুমি বন্ধু দারুণ চিড়িয়া,
মন দিয়ে বেচো প্রেম।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:৩০
কাজিম ফাহিম আকাশ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: আধুনিক কবিতা।