নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, যেন বুঝি মানবিকতার ছন্দ। আবেগ যাতে পায় প্রকাশ আর বিবেক না হয় অন্ধ।

কাজিম ফাহিম আকাশ

কাফা

কাজিম ফাহিম আকাশ › বিস্তারিত পোস্টঃ

গাছের নোলক

০৬ ই এপ্রিল, ২০২৫ ভোর ৬:০৩

এই মর্ত্যলোকে, আখির পলকে;
ঝুলে আছি যেন গাছের নোলকে,
এই বুঝি পাতা ছিড়ল খসে দোদুল্যমান জীবন দোলকে।

পথ চলা যে ভুবন-গোলকে, লিপ্ত সদা পাপে-শিরকে;
বেঁচে থাকা যেন মবের মুল্লুকে, মরে গেলে কি বলবে লোকে!
বিচিত্রতার মুখোশ ঝলকে, পড়বে খসে এই ইহলোকে;
তুমিও দেখবে মৃত্যুর চেয়ে বেঁচে থাকা কত দায়,
প্রভুর নিকট বান্দা কেবলই অধম-অসহায়।

অমরত্বের আশার আলোকে, লব্ধ করে ত্রুটির ভালকে;
যুদ্ধ করেছো, মন্দ-ভালো কে? কে যাবে স্বর্গে কে বা নরকে?
অস্থিতিশীল ক্ষীণ মনকে, করেছো প্রশ্ন আদৌও ভুল কে?
তুমি কি জানো না মৃত্যুর চেয়ে বেঁচে থাকা কত দায়?
প্রভুর নিকট সকলেই মোরা অধম-অসহায়।

এই মর্ত্যলোকে, আখির পলকে;
ঝুলে আছি যেন গাছের নোলকে,
এই বুঝি পাতা ছিড়ল খসে দোদুল্যমান জীবন দোলকে।

০৬.০৪.২৫
জান্না কবরস্থান থেকে প্রস্থানকালে...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.