নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, যেন বুঝি মানবিকতার ছন্দ। আবেগ যাতে পায় প্রকাশ আর বিবেক না হয় অন্ধ।

কাজিম ফাহিম আকাশ

কাফা

কাজিম ফাহিম আকাশ › বিস্তারিত পোস্টঃ

আফসোস বা বিনোদন

২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৫৭

আজকাল হুমায়ূন আহমেদের জন্য বেশ আফসোস হয়।

বেঁচে থাকলে তিনি তৈরি করতে পারতেন "হাটহাজারীর ইউনুস", নান্দাইল থেকে নিউইয়র্কে প্লটটা খারাপ হতোনা।

অথবা আনিসের মতো মেধাবীর সিক্যুয়েলে আসিফ নজরুলকে বসিয়ে লিখতে পারতেন "আজ সোমবার (৩৬শে জুলাই)"।

অথবা "একজন নজরুল ও কয়েক টন ইলিশ মাছ" লিখে শীলা আহমেদকে উৎসর্গ করতে পারতেন। "স্বৈরাচারের নরকে" লিখে উৎসর্গের প্রাপকে স্বৈরাচারের দোসর ও আফসোস লীগের কারো নাম লিখতে পারতেন।

সেটা নিয়ে রোকেয়া প্রাচী-রিয়াজ–ফেরদৌস–সাবা–অরুণা–সুবর্ণা আপাসহ সবাই শাহবাগে প্রতিবাদ করতে পারতেন। জাফর ইকবাল অজ্ঞাত স্থান থেকে চিঠি দিয়ে সেই প্রতিবাদকে সমর্থন জানাতে পারতেন।

রিপ্লাইতে হুমায়ূন ছোট ভাইয়ের "গর্তের" সিক্যুয়েল লিখতে গিয়েও দ্বিধান্বিত হতেন শাওন আপার চাপে।

শাহবাগীদের এই মতানৈক্য নিয়ে ব্লগে লিখতেন আরিফ জেবতিক, কবিতা লিখতেন আখতারুজ্জামান আজাদ,
অথবা দুই চরণ ফেসবুকে শেয়ার করতেন ইমতিয়াজ মাহমুদ।

এই ব্যাপারে আজম ও জামিল সাহেব, শিল্পকলা আর বাংলা একাডেমি থেকে কিছু করা যায় কি-না মর্মে ভাবতে ভাবতে দেখতেন, লুৎফা-মামুন স্যারসহ সকল শাহবাগী শিক্ষকরা বয়কট।

সেই মতভেদের দুঃখে আসিফ নজরুল সাহেবের পলিটিকাল আইডল মির্জা ফখরুল সাহেব স্ট্যাটাস দিতেন:
"জুলাই-বিপ্লব মুছে ফেলা যাবেনা।"

আর আসিফ নজরুল সাহেবের প্রিয় ছাত্র সাইয়েদ আব্দুল্লাহ লিখতেন জাতীয় ঐক্য কেন প্রয়োজন নিয়ে।

কিন্তু ফখরুল সাহেবের মেয়ের জামাই ফাহাম আব্দুস সালাম—
"সে না সমকামিতার বিরুদ্ধে মন্তব্য বন্ধ করতে চায়, আবার মোল্লাদের নিয়ে জাতীয় ঐক্যও চায়। উরি মা, হায়!" বলে পানিতে আগুন ঢেলে দিতেন।

এই মিম সহ্য না করতে পেরে মানজুর আল মাতিন বলতেন:
"কারো শ্বশুরের জন্য এখানে আসিনি, সমকামীদের অধিকার নিয়ে কথা বলতে এসেছি।"

---

(উপরের সকল স্থান, কাল ও চরিত্র কাল্পনিক)
০১.১০.২০২৪ ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.