![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোর্টে মব, থানায় মব। বুয়েটের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা। মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও ঢাবির আইনের শিক্ষকের উপর জাশির হামলা। গণ অধিকারের নুরের উপর সেনাবাহিনীর হামলা। নদীতে নদীতে লাশ। যশোরে হত্যা। চবি-জোবরা আজকের মারামারি। রাবিতে দল-শিবির হট্টগোল ভাঙচুর। আগারগাঁওয়ে কৃষিবিদদের আন্দোলন। বাকৃবিতে শিক্ষকদের অবরুদ্ধ করে আন্দোলনসহ লিখতে গেলে হাত ব্যাথা হয়ে যাবে। এগুলো সব ঘটছে জাস্ট ৭২ ঘন্টায়। অর্থাৎ ৩ দিনে। কিছু বাদ পরলে কমেন্টে জানাবেন।
অথচ প্রশাসন চোখে অদৃশ্য গগলস লাগিয়ে আছে। কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশন ঠিকই নিয়ে আসছে। তারাও এখন পর্যন্ত কোনো বিবৃতি দিলো না। ইউনুস নিজেও প্রতিবাদ জানাচ্ছে, আমিও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাখলাম। পিটার হাস সফরে আসছে ৭ দিনের জন্য, আশা করি তিনিও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবেন।
হুমায়ুন জামাতা তথা আসিফ নজরুলের জন্য একটি পরামর্শ দিয়ে শেষ করি। দ্রুত প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বা সংবাদ সম্মেলন করে গুজব ছড়ায় দেন যে, শেখ হাসিনা বিমানে উঠছে একটু পরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। ব্যস ৭ মিনিটে সবাই ডাকসু, জাকসু, রাকসু কিংবা জাতীয় নির্বাচন ভুলে স্বৈরাচার ও তার দোসরদের রুখতে নিমিষেই মিলেমিশে একাকার হয়ে যাবে। তখন এরা খুন, মারামারি, চান্দাবাজি, মববাজি, আন্দোলন কিংবা ছিনতাইয়ের আর টাইম পাবে না। এভাবে দেশে শান্তি বজায় রাখা যেতে পারে। হায় আল্লাহ নজরুল! আমি কি বলব! দেশের শান্তি রক্ষায় গুজব ছড়ানো পুণ্যের কাজও হতে পারে (যেহেতু এর আগেও আপনার "২৬ লাখ ভারতীয়ের" গুজব দেশে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে)। আবার ইউনুস কাকা শান্তিতে আরেকটা নোবেল পুরস্কারও পেতে পারেন। দেশের শান্তি রক্ষায় বিষয়টা ভেবে দেখতে পারেন। (৩১.০৮.২৫)
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫২
সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন ৭১@এরকম ঘটনা চবিতে আগেও ঘটেছে।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: আসিফ নজরুল সব জায়গায় দুয়ো শুনে হলেও যায় বাট বাকিরা তো ফুলবাবু ।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৪
জেনারেশন একাত্তর বলেছেন:
দেশকে এখন আফগানিস্তান, ইয়েমেন কিংবা সুদানের মতো লাগছে?
চট্টগ্রাম ইউনিভার্সিটি প্রাংগনে "বদরের যুদ্ধ" হয়েছে।