নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক আছে বাঁকি?

No Excuse No Comments.

িশপু মাস্তান

Moronar pora likbo!!!!!!!!!!!!!

িশপু মাস্তান › বিস্তারিত পোস্টঃ

উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার তের, সময় বিকেল দুইটা কুড়ি মিনিট

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৩৮

উপরের ঠিক সময়টিতে আমি এই দুনিয়ায় একজন জনক রুপে রুপান্তরিত হলাম। এই সময় থেকে আমি একজন কণ্যা সন্তানের জনক হলাম। জানিনা এই গুরু দায়িত্ব পালন করতে পারবো কিনা?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৭

এহসান সাবির বলেছেন: অভিনন্দন এবং দোয়া নতুন বাবুর জন্য।

ভাই ইয়ে মনে এবার ( িশপু মাস্তান) এবার মাস্তানি টা ছেড়ে দেওয়া যায় না?? :P

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৮

িশপু মাস্তান বলেছেন: ভাই আমি শুধু নামেই মাস্তান কামে নয়। মন্তব্য লিখার জন্য অসংখ্য ধন্যবাদ।

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৫২

খেয়া ঘাট বলেছেন: অনেক অভিনন্দন , অনেক শুভকামনা। পরিবারের সবার জন্য শুভেচ্ছা।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:০০

িশপু মাস্তান বলেছেন: আপনাদের একটু দোয়া আর অভিনন্দন বাঁচিয়ে রাখবে আমার মেয়েটাকে, ধন্যবাদ।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৩

নূর আদনান বলেছেন: আপনার জন্য অভিনন্দন ও ভাবিকে ধন্যবাদ এবং বেবিটার জন্য অনেক দোয়া রইল।

আর আমিও ওই কতাখান কইবার চাই মাস্তানিটা এইবার ছেড়ে দেওন যায় না?? :P :P

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ২:০৩

িশপু মাস্তান বলেছেন: অনেক আগেই ও সব ছেড়ে দিয়েছি কিন্তু এখন শুধু গন্ধটা আছে আর কি?

৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:২৭

মেহেদী_বিএনসিসি বলেছেন: হুম......কনগ্রাচুলেশন........আশা করি যথাসময়েই মেয়ের মাস্তানীটাও দেখতে পাবেন......(আমরা যেমন আমার ছেলের মাস্তানীতে প্রান ওষ্ঠাগত :( :( :( )

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৯

মাসুদ রশিদ বলেছেন: অভিনন্দন জনক সাহেব। পিতৃভুবনে স্বগতম। !:#P
আসেন কোলাকুলি করি।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭

িশপু মাস্তান বলেছেন: hummmmm

৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৭

নিজাম বলেছেন: অভিনন্দন! অভিনন্দন!! এবং অভিনন্দন!!! আপনাকে? আরে ধূর! যে মমতাময়ী মা অনেক কষ্টের বিনিময়ে এই নবজাতককে দুনিয়াতে নিয়ে আসলেন তাঁকে আগে, আপনাকে পরে। আল্লাহ আপনাকে, মাকে এবং নবজাতককে দীর্ঘ জীবন, হালাল রিজিক এবং সর্বাঙ্গীন মঙ্গল দান করুন। আশা করি আল্লাহর সাহায্যে আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব যথযাথভাবে পালন করতে পারবেন। এখন চিন্তা করার সময় না। এখন মিষ্টি খাওয়ার ও আনন্দ উপভোগ করার সময়।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

িশপু মাস্তান বলেছেন: জ্বী চলে আসেন বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার এ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.