![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৌভাগ্যক্রমে আমার বাড়ি বাংলাদেশের একজন গুরুত্বপুর্ন পতিমন্ত্রীর এলাকায়। অনেক দিনপর ঢাকা থেকে রাজশাহী গিয়েছিলাম গ্রামের বাড়ি। বোনের বাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলাম। যেতে হবে মন্ত্রীর বাড়ির পাশ দিয়ে । মন্ত্রীর বাড়ি দেখে আমিতো হতোবাক! দেখতে যেমন রাজপ্রাসাদ। কিন্তু উনার বাড়ির ঠিক ১০০ গোজ দুরেই একটি মসজিদ দেখে আরও আচ্শর্য হলাম। ছোট্ট একটি মসজিদ। খেড়ের বেড়া দিয়ে ঘেরা তাও শতশত ছিদ্র। উপরে টিন দিয়ে ছাউনি সেটাও ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রে পরিপূর্ন। বৃষ্টি বাদলের দিনে মনে হয় মানুষ নামাজ পড়তে পারে কি না যথেষ্ট সন্দেহ। এই অবস্থা কেন? শুনেছি মন্ত্রী সাহেব একজন দ্বীনদার মুসলিম মানুষ। হজ্ব করেন ই উমরাও করেন প্রতি বছর। তাহলে কি উনি ইচ্ছা করেই এমন অবস্থা করে রেখেছে???
©somewhere in net ltd.