![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।
ভালবেসে তুমায় আমি কি করেছি ভুল,
প্রতিদিনি দিতে হচ্ছে ভুলেরি মাশুল ।
খয়ে খয়ে শেষ হচ্ছে নিরীহ জুতার তলা,
ভালবাসার কথা তুমায় আজও হয়নি বলা ।
অবশেষে সুদিন দেখে বল্লাম মনের কথা,
তুমিওতা করলে গ্রহণ,দেওনি মনে ব্যথা ।
কন্যা তুমার দৃষ্টি ছিল সূদুরপ্রসারী-
এই বেচারার অবস্থা আজ ডাল-কলুই,খেসারী ।
ফাস্টফুড ছাড়া তুমার প্রেম জমেনা এক্কেবারেই,
টাকার স্বাস্থ্য যাচ্ছে খারাপ বুঝি তা হারে হারেই।
পকেট একদিন অবশেষে হলো গড়ের মাঠ-
তুমিও আমায় সুযোগ বুঝে দিয়ে দিলে ঝাঁট ।
সব হারিয়ে অবশেষে এতদিনে বুঝলাম,
মাইয়ারা সব পুরাই ডাকাইত-
অথচ তাদের পিছেই ছুটলাম ।
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১০
সচেতন প্রহরী বলেছেন: কোন সন্দেহ নাই। প্রমাণিত ।
২| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৬
সেলিম আনোয়ার বলেছেন: এখণো বেচে আছেন তো নাকি শেষ?আল্লাহ আপনারে বাচায়ে রাখুক
প্রেমে মরা জলে ডুবে না।
দেশে এখন দৈনিক কুড়ি জন মানুষ মরে।
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২১
সচেতন প্রহরী বলেছেন: দূর্যগের ঘনঘটায় আল্লাহ'র অশেষ রহমতে আপনাদের দোয়ায় এখনো বেঁচে আছি ।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৯
প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: ছুটবেন তো মরবেন,