নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বাংলাদেশ

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।

সচেতন প্রহরী

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।

সচেতন প্রহরী › বিস্তারিত পোস্টঃ

গরীব হয়ে জন্ম নেওয়া আরেক মানবতাবিরোধী অপরাধ !!!

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩

তেনারা মহান মানবতাবাদী দেশপ্রেমিক বুদ্ধিজীবী মানুষ , দেশ নিয়া ভাবতে ভাবতে তাগো কালা চুল সময়ের পরিক্রমায় সাদা হইয়া যায় । তারা শীতাতপ নিয়নত্রিত কক্ষে বইসা দেশের গরীব জনগনের কথা কয় । আহারে ! এসি রুমে থাইকাও তাগো ঘাম ছুটে আপনের আমার কথা ভাবতে ভাবতে । কি দয়ালু হেতেরা ! হেতেরা দেশের জনগনের টাকায় কিনা কোটি টাকা দামের গাড়ি দিয়া ঘুইরা ঘুইরা মানবতার বুলি শুনায় । অথচ হেতেগো এলাকার লোক ঠেলা গাড়ি চালায় আবার কেউ কাজ না পাইয়া, না খাইয়া মরে । আহা ! আহা ! আহা ! কি মধু কি মধু ! তারা হইলো মানবতাবাদী । তাদের দারা মানবতা রক্ষা হইবেনাতো কারে দিয়া হইবে আপনার আমার দারা ? হেতেরা মহান লোক গরীব মানুষের সাথে বুকে বুক মিলায়া শান্তনা দেয়না পাছে এই সব অচ্ছুতের শরীর থেইকা ভাইরাস ব্যাক্টেরিয়া ঢুইকা উনাগো অসুস্থ কইরা দিবে । আহা আহা উনারা যদি বিমারে পইরা যান তাইলে মানবতার মহান বুলি আওরাইবে কে দেশের সেবাই বা কে করিবে ? আপনাদের বুঝিতে হইবে তাহারা বিরাট মূল্যবান মানুষ । দেশের এই পরিস্থিতি দেইখা ছোট বেলায় পড়া দিজেন্দ্রলাল রায়ের সেই বিখ্যাত কবিতা "নন্দলাল" হঠাৎ করিয়া মনে পইড়া গেলো , দীজেন্দ্রলাল রায়ের নন্দলাল অনেক ভালা আছিল সে ঘরে বইসা দেশ উদ্ধার করতো , আমাদের দেশের ডিজিটাল মানবতাবাদীরাতো ভালোর উপর পুরা ধামাকা ছাপ্পা মাইরা দিছে তাহারা জনগনের টাকা অপচয় কইরা দামি প্রাডো,পাঁজেরো লইয়া ঘুইরা মানবতার বুলি আওরায় । নতুন গাড়ি না পাইলে তারা দেশ সেবা, মানব সেবা করিতে পাড়েনা । রিক্সা অথবা পদব্রজে মানবতার সেবা করিতে তাদের প্রেসটিজে আঘাত লাগে । আবার বছর বছর তাহারা মানবতাবাদী হিসেবে বিশাল বিশাল পুরষ্কারও পায় । আহা আহা জনগন এখন তাদের বদৌলতে মানবতার নতুন শিক্ষার পাঠ গ্রহন করিতেছে । আজ জনগন মানবতা বলতে বুঝে গরীবের উপর ধনীর অত্যাচার আর চুরি,ডাকাতি,হত্যা করে রাজনৈতিক পরশে পগার পার । কি সুন্দর মানবতার চর্চা আমাগো দেশে হইতাছে দেখলে চোখে পানি আসে !!! সীমান্তের কথা না হয় আজ নাই কইলাম ।

সবশেষে একটা কথাই কইয়া যাই ভাইরে আমরা সকল গরীব নিরীহ জনগন হইলাম মানবতার সবচেয়ে বড় শত্রু এই দেশে এই পৃথিবীতে জন্ম নিয়াই আমরা সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ করছি । শেষ হইয়াও তবু শেষ হয়না আরেকটা কথা কইয়া যাই বুক ভরা দির্ঘশাস নিষ্কাশন কইরা "বেঁচে থাক নন্দলাল বেঁচে থাক ডিজিটাল মানবতাবাদী" । আরা কিছু কওয়ার নাই আমি আইজকার মতো বিদায় লইতাছি । আল্লাহ হাফেজ ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

আমি ব্লগার হইছি! বলেছেন: গরীব হয়ে জন্ম নেয়া অপরাধ না, কিন্তু গরীব হয়েও ধনীদের মতো সুযোগ সুবিধা আশা করা আর আরাম আয়েশে জীবন কাটানোর ইচ্ছা পোষন করা আসলেই মানবতা বিরোধী অপরাধ। কারণ ধনী হওয়া এত সহজ না, এমনি এমনি কেউ ধনী হয় না, কষ্ট করেই হয়। কষ্ট করলে তার ফল তো সে পাবেই।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৩

সচেতন প্রহরী বলেছেন: জি ভাই কথা সত্য । তবে রাজনৈতিক নেতাদের দিকে তাকালে খুব কষ্ট লাগে । তারা গরীবের ধনে ধনী হয় আর গরীব গরীবই থেকে যায় । :( :( :(

২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:১১

আমি ব্লগার হইছি! বলেছেন: রাজনৈতিক নেতাদের কথা বাদদেন। উনারা সকল পাপ পুর্ণের উর্ধে।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩

সচেতন প্রহরী বলেছেন: হুমমম :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.