নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বাংলাদেশ

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।

সচেতন প্রহরী

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।

সচেতন প্রহরী › বিস্তারিত পোস্টঃ

আমার পরিচয় !!! (রম্য কবিতা)

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৬

বেশ কয়েকদিন আগে ফেবুতে এক বন্ধু আমাকে চিনতে না পেরে আমার পরিচয় জানতে চায় । যদিও সে আমাকে চেনে কিন্তু ফেবুতে সে আমাকে শনাক্ত করতে পারেনি । তাই তাকে আমার পরিচয় কিভাবে দেওয়া যায় তা নিয়ে ভাবতে ভাবতে এই কবিতাটির ধারনা আমার মাথায় আসলো তাই লিখে ফেললাম।

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

আমি বান্দর , আমি উল্লুখ কিংবা হনুমান ।

দুষ্টুমিটা একটু বেশীই করি, করতে পারকি অনুমান ?

গায়ে গতরে হয়েছি বড়, বাড়েনিকো বূদ্ধি ।

বাসায় প্রায়ই অভিযান চলে, করতে আমায় শুদ্ধি ।

পশু গুলো সব মুখ লুকায় মানুষেরি খোলে ।

আমিতো ভাই পশুর মতই ।

চেষ্টা করছি খাঁটি মানুষ হবো বলে ।

মনে আমার যা ছিল ভাই সবই দিলাম বলে ।

ইচ্ছা হলে থেকো সাথে নইলে যেও চলে ।



বিঃদ্রঃ এই কবিতাটি সর্বপ্রথম আমি আমার ফেবুতে পোস্ট করেছিলাম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.