নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বাংলাদেশ

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।

সচেতন প্রহরী

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।

সচেতন প্রহরী › বিস্তারিত পোস্টঃ

আসুন সবাই মিলে ব্লগের সুস্থ পরিবেশ বজায় রাখি।

২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২

সামুতে যারা ব্লগিং করে সবাইকেই সহনশীল হতে হবে অন্যের মতকে গুরুত্ব দিতে হবে । আর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকাটাও জরুরি । ব্লগিং কোন গন্ডমূর্খ করতে আসেনা । এখানে সবারই মিনিমাম শিক্ষাগত যোগ্যতা আছে । শিক্ষা নাকি মানুষের বিবেককে খুলে দেয় । যারা ব্লগে উল্টা পাল্টা মন্তুব্য করে তাদের কে বলছি ব্লগিং এ স্লাং ওয়ার্ড ইউজ করে আপনারা অন্যকে ছোট করতে গিয়ে নিজেরাই ছোট হচ্ছেন । ব্লগের মধ্যেও বিভিন্যমতের মানুষের সমারোহ আছে এখানে সবাই নিজের মত স্বাধীনভাবেই প্রকাশ করার সুযোগ পায় । তাই এই স্বাধীনতার সুযোগের অপব্যবহার যাতে আমরা না করি সেদিকটাও খেয়াল রাখা জরুরি । ব্লগিং জগতে আমি একেবারেই নতুন এখনো দুই মাস ও হয়নি কিন্তু এই অল্প কয়েকদিনে দেখেছি কিছু কিছু ব্লগার তাদের নিজ মতকে প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যের মতামতকে চরমভাবে অপমানিত করে । এমনকি মানুষের ধর্ম বিশ্বাসকে নিয়েও কিছু কিছু লোক বাজে মন্তব্য করে । আরে ভাই অপরের মত আপনি গ্রহণ না করলেন কিন্তু অপরের মতকে দমাতে বাজে মন্তব্য কেন ব্যবহার করেন ? পারলে কারোও মতামতকে যুক্তি দিয়ে ভুল প্রমাণ করার চেষ্টা করেন কিন্তু তা না করে কটু মন্তব্য ব্যবহার করে আপনারা আপনাদের আদর্শকেই খাট করছেন । আর আমরা যারা নতুন ব্লগার আছি তারা তো পুরনো অভিজ্ঞ ব্লগার ভাই/বোনদের থেকেই কিছু শেখার চেষ্টা করবো । আপনারা যদি এমন করেন তাহলে আমরা কাদেরকে ব্লগিং জগতে আদর্শ ধরবো ? তাই আসুন সবাই বিতর্কিত মন্তুব্য অথবা লেখা প্রকাশে আরো সচেতন হই । ব্লগিং জগতের সুস্থ ও সুন্দর পরিবেশ ধরে রাখতে সচেষ্ট হই । আল্লাহ হাফেজ । সবাই ভাল থাকবেন ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৭

মোমের মানুষ বলেছেন: ব্লগিং কোন গন্ডমূর্খ করতে আসেনা :-< :> :||
গন্ডমূর্খ নামে একজন ব্লগার আছেন তিনি শুনলে রাগ করবেন

২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৩

সচেতন প্রহরী বলেছেন: গন্ডমূর্খ ভাই নিশ্চই আমার লেখাটির তাতপর্য বুঝবেন । আশা করি উনি মাইন্ড করবেননা । :)

২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩০

কাজী মামুনহোসেন বলেছেন: ১০০% সহমত

২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

সচেতন প্রহরী বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




ভাই, এই রকম পোষ্ট এর আগেও এসেছে। কিন্তু "যে লাউ, সেই কদু" অবস্থা। আর আমার মনে হয়না ব্লগের এই অবস্থার সহসাই পরিবর্তন হবার কোন সম্ভাবনা আছে। আবার তাই বলে আপনার এই প্রচেষ্টাকে খাটো করে দেখবারও কোন অবকাশ নেই। তারপরও প্রত্যাশায় থাকলাম। হ্যাপি ব্লগিং!!!

২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

সচেতন প্রহরী বলেছেন: তাই বলেতো আমরা আমাদের চেষ্টা থামাতে পারিনা । আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে । ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য ।

৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪১

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: @স্বপ্নবিলাসী আমি ভাই সাথে একমত
হ্যাপি ব্লগিং :D :D :D

২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

সচেতন প্রহরী বলেছেন: ধন্যবাদ আপনাকে । :D

৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

প্রচুর বলেছেন: সবার শুভ বুদ্ধির উদয় হোক।

২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

সচেতন প্রহরী বলেছেন: এটা আমারো চাওয়া @প্রচুর ভাই । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

বাংলাদেশী দালাল বলেছেন: ভালোর মধ্যেই মন্দের বসবাস এটা চিরস্থায়ী।
নতুন ব্লগার হয়ে সুন্দর পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০২

সচেতন প্রহরী বলেছেন: মন্দের কার্যকলাপ থামানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াটাও কিন্তু জরুরি । নইলে এক মন্দের জন্য হাজার ভালোকে দূর্ভোগ পোহাতে হয় । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

৭| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮

মামুন রশিদ বলেছেন: মন্দ থাকবে, কিন্তু আমাদের বেশি বেশি ভালোর চর্চা করতে হবে ।

২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪১

সচেতন প্রহরী বলেছেন: (মন্দ থাকবে) ।
হুমম মন্দ ছিল,আছে এবং থাকবে এটাই স্বাভাবিক ।

(আমাদের বেশি ভালোর চর্চা করতে হবে)
একমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.