নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বাংলাদেশ

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।

সচেতন প্রহরী

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।

সচেতন প্রহরী › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে পাকিস্তানের অভিনন্দন

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২১

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে অভিনন্দন জানালো পাকিস্তান । ২৫ মার্চ ঢাকায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় । এ উপলক্ষে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী মির হাজার খান খোসো পৃথক পৃথক বাণী দেন ।

অভিনন্দন তো জানালো কিন্তু তারা ১৯৭১ সালে আমাদের দেশে যে গণ হত্যা চালিয়েছিল তা নিয়ে যদি পাকিস্তান এখনো অনুতপ্ত না হয় তারা যদি তাদের ভুল স্বিকার না করে তবে তাদের এমন অভিনন্দন বাণীর কি মূল্যায়ন থাকে ?? আশা করি তারা খুব দ্রুতই তাদের ভুল বুঝতে পারবে ।

বিস্তারিত জানতে > Click This Link

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩১

ডানামনি বলেছেন: এটা কি মজা করা?!

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২

সচেতন প্রহরী বলেছেন: বলিতে পারিবনা তাদের মনে কি । তাহাদের মনের খবর তাহারাই ভাল বলিতে পারিবে ।

২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩১

আমি ব্লগার হইছি! বলেছেন: চরম বেহায়া একটা জাতি এই পাকিস্তানীরা।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

সচেতন প্রহরী বলেছেন: পাকিদের শুভ বুদ্ধির উদয় হইবে কিনা জানিনা ।

৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২

ভুল উচ্ছাস বলেছেন: অগোর অভিনন্দন লইয়া ওরা মুড়ি খাক। দ্রকার নাই।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

সচেতন প্রহরী বলেছেন: :P

৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

কানা ফকীর বলেছেন: বাহ ভাল তো খুব ভালো...........! ধন্যবাদ যেন বাংলা লিংক দামে পাওয়া চিজ। পাকি-শালাগুলারে ধইরা থাবড়া দেয়া উচিত। X((

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১১

সচেতন প্রহরী বলেছেন: াকিদের শুভ বুদ্ধির উদয় হোক ।

৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৭

মরমি বলেছেন: রাজনৈতিক শোষন ও লুষ্ঠন,একাত্তুরের গণহত্যা স্বাধীণতা পরবর্তী পাকিস্তানী ও তাদের ওস্তাদ এবং চেলা চামুন্ডাদের বিরোধীতা স্বত্তেও বাংলাদেশ তিনটি নির্বাচিত সরকারের পূর্নমেয়াদ পার করলো। আর পাকিস্তান তাদের জম্মের পর বেসামরিক সরকারের মাত্র এক মেয়াদ পার করেই আনন্দে গদ গদ। গনতন্ত্রী হবার ভান করে আমাগোরে শুভেচ্ছা পাঠাইছে! এ শুভেচ্ছা আমরা কোথায় রাখি ? আপতত গোয়াল ঘরে রাখলাম। ৭১ এর গণহত্যার জন্য মাফ চা্ইলে এবং এর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করলে তাদের এ শুভেচ্ছা কোন কাজে লাগতে পারে। আপনারা কি বলেন?

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৪

সচেতন প্রহরী বলেছেন: অভিনন্দন তো জানালো কিন্তু তারা ১৯৭১ সালে আমাদের দেশে যে গণ হত্যা চালিয়েছিল তা নিয়ে যদি পাকিস্তান এখনো অনুতপ্ত না হয় তারা যদি তাদের ভুল স্বিকার না করে তবে তাদের এমন অভিনন্দন বাণীর কি মূল্যায়ন থাকে ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.