নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বাংলাদেশ

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।

সচেতন প্রহরী

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।

সচেতন প্রহরী › বিস্তারিত পোস্টঃ

রোকেয়া প্রাচীর সংখ্যালঘুতত্ব ।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫

রোকেয়া প্রাচী । টিভি অভিনেত্রী, নতুন করে গজিয়ে উঠা ভুঁইফুর শুশীল । জীবনের বেশিরভাগ সময় অভিনয় নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেত্রী যে কখন , কোথায় কার কাছ থেকে সংখ্যালঘু তত্বের উপর ডিগ্রি নিয়েছেন তা আল্লাহ মালুম । তিনি দেশের ৯০% জনগনের ধর্ম ইসলামকে সংখ্যালঘুর ধর্ম বল্লেন । দেশের কথা বাদ দেন যদি উনি পৃথীবির সমষ্টিগত ইসলাম ধর্মের অনুসারীদের কথা বলে থাকেন তবুওতো ইসলাম ধর্মকে কোনভাবেই সংখ্যালঘুর ধর্ম বলা যায়না । সারা বিশ্বে প্রায় ১৫০ কোটিরো উপরে মানুষ ইসলাম ধর্মের অনুসারী বিশ্বের প্রায় ৫৫ টি দেশে ইসলাম প্রধান ধর্ম । আর বাংলাদেশতো ইসলামি বিশ্বের দ্বিতীয় মুসলিম প্রধান দেশই । জানিনা তিনি কিভাবে কোন পরিসংখান দার করিয়ে কি যুক্তিতে তার এই নিজস্ব সংখ্যা লঘুতত্ব জাহির করলেন । দিন বদলের ডিজিটাল সরকারের চেলারা শেষ পর্যন্ত তাহলে কি সংখ্যালঘুত্বের সংজ্ঞাটাও বদলে দিলেন !!! হায় আল্লাহ আমরা মুসলমানরা ৯০% হয়েও এই দেশে শেষ পর্যন্ত সংখ্যালঘু হয়ে গেলাম ! এটাও তাহলে দেখিবার বাকি রহিয়াছিল । (অবাক হওয়ার সাথে তীব্র রাগের ইমো হইবে) অতঃপর কেসটা বুঝিতে পারিলাম "পাগলে কিনা বলে "। ও রোকেয়া প্রাচী আপা তারাতারি মেন্টাল হসপিটালে যান আপনার মাথাটা মনে হয় এবার পুরা গেছে ।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭

আবিদা০৬ বলেছেন: নুতুন পাগল

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০

ক্ষুধিত পাষাণ বলেছেন: রোকেয়া প্রাচী এমন কোনো বিখ্যাত অভিনেত্রীও নন অথবা কোনো পন্ডিত ব্যক্তিও নন, তিনি কোনো সমাজ সেবীও নন। সার্জেন্ট আহাদের স্ত্রী হিসেবেও কেউ তাকে চিনতেননা। কিন্তু তাঁর প্রথম স্বামী সার্জেন্ট আহাদ দুস্কৃতিকারীদের গুলিতে প্রান হারালে রোকেয়া প্রাচীকে কেউ কেউ চিনেছেন অকাল বৈধব্যের কারনে। উনি লাইম লাইটে এসেছেন প্রফেসার আফিফ নজরুলের স্ত্রী হবারপর। তিনি নিজেকে আরো বেশী সুশীল প্রমান করতে আসিফ নজরুলকে ডিভোর্স দিয়েছেন। এখন যেখানেই আওয়ামী সমাবেশ সেখানেই রোকেয়া প্রাচীর উপস্থিতি।কিন্তু পেটে বিদ্যা আর মাথায় বুদ্ধি নাথাকলে শুধু বিবৃতি দিয়েইতো সুশীল হওয়া যায়না-তাই এখন এখন বুদ্ধিজিবি হবার আসল তরিকা খুঁজে পেয়েছেন। সেই জন্যই উলটাপালটা কথা বলে আলোচনায় থাকতে চান। আমার মনে হয়না- সংখ্যা লঘু আর সংখ্যাগুরু শব্দের পার্থক্য রোকেয়া প্রাচীর জানা। যদি জানতেন তাহলে অমন তুঘলকীয় কথা মিডিয়ায় বলে খেলো হতেননা।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭

সচেতন প্রহরী বলেছেন: পাগলের মত কথা বইলা সমালোচিত হওয়া যায় কিন্তু আলোচিত হওয়া যায়না । তিনি জেনে যদি এই কথা বলে থাকেন তবে বলতে বাদ্ধ হচ্ছি তার নিশ্চয় মানসিক কোন সমস্যা আছে ।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১

রশিক রশীদ বলেছেন: রোকয়ো প্রাচী কি বলেছেন তা আমি পড়িনি । তাই কিছু বলতে পারছি না ।

তবে একটা কথা বলতে পারি এই ৯০% মুসলমানের মধ্যে রোকেয়া প্রাচী এবং আমিও আছি কিন্তু আপনারা আমাদের মতামত না নিয়েই দাবী করেন ৯০% মুসলমানের মতামত।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১

সচেতন প্রহরী বলেছেন: এটা আপনার ব্যক্তিগত মতামত । আপনি আপনার মতামত জাহির করতেই পারেন এটা আপনার অধিকার । কিন্তু এই অধিকারের প্রতিফলন ঘটাতে যদি হাস্যকর কিছু বলেন তবে তা মেনে নেয়া কঠিন । রোকেয়া প্রাচী যে কথাটি বলেছেন তার প্রসংগে বল্লাম । ধন্যবাদ ।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২

যোগী বলেছেন:
কথাতো একদিক দিয়ে ঠিকি বলেছে
শাহবাগ আন্দোলনে দেশের বেশিরভাগ মানুষ সমর্থন দিয়েছে। আর তাদেরকে খালেদা জিয়া নাস্তিক বলেছে।
তাহলে নাস্তিকরা সংখ্যা গুরু।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭

সচেতন প্রহরী বলেছেন: এটা অস্বিকার করার উপায় নেই এই দেশে যুদ্ধাপরাধীদের বিচার সবাই চায় কিন্তু এই বিষয়টাকে রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে কেউ দেখতে চায়না । আর জনসমাগমেই জনসমর্থনের ব্যাপারটি পরিষ্কার হয় । ধন্যবাদ ।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪

যোগী বলেছেন: @রশিক রশীদ ভাই, ভেরি স্যরি ভাই, আমি কিছু করতে পারিনি।
আমি আবারও চেষ্টা করবো।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪

এইচ আর খান বলেছেন: টিভি অভিনেত্রী, নতুন করে গজিয়ে উঠা ভুঁইফুর শুশীল। ভালো বলেছেন। ফালতু যত্তসব।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৯

আশিকুর রহমান ১ বলেছেন: পাগলে কি না বলে? আর ছাগলে কি না খায়?

৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪

সালমা শারমিন বলেছেন: শাহবাগ নিয়া বলতে ভয় পাই, যদি কেউ আমাকে রাজাকার বলে!!!!!!!!!
তবে শাহবাগে যখন স্লোগান দেয় ১৬কোটির অ্যাকশন,ডাইরেক্ট অ্যাকশন। তখনতো আমাকে নিয়েই বলে। আর যোগী ব্রাদার বলল শাহবাগকে নাকি দেশের বেশির ভাগ লোক ই সমর্থন করেছে।আমি আপনার সাথে একমত হতে পারলাম না।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯

সচেতন প্রহরী বলেছেন: এটা অস্বিকার করার উপায় নেই এই দেশে যুদ্ধাপরাধীদের বিচার সবাই চায় কিন্তু এই বিষয়টাকে রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে কেউ দেখতে চায়না ।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪

লেজ কাটা শেয়াল বলেছেন: Apnara emon koren ken?
Sami sunnotay vugce mohilata!

১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬

জহির উদদীন বলেছেন: রোকেয়া প্রাচী দিদি কচ্ছে, হেফাজতের দাবী সকল মানুষের নয়, এটি সংখ্যালঘু ধর্মের দাবী,ঠিকই বলিছেন দিদি , চারুকলায় বসে লতাপাতা খেলি পারে পিনিকের ঠেলায় নিজের পকেটে দশ টাকা থাকলে সেটাকে ১০০ টাকাই মনে লয় !

১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: জানতাম উনি ছাগুদের গাত্রদাহের কারন হবেন। বাশেরকল্লার ভিডিওটাও এড করতি ছাগু!

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪

সচেতন প্রহরী বলেছেন: জি ভাইজান ছাগু ট্যাগমার্কতো এখন বাংলালিংক দামে পাওয়া যায় । মতের মিল না হইলেই ছাগু ।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭

পিওর গাধা বলেছেন: ফেসবুকে একটা আকিজ বিড়ির বিজ্ঞাপন দেখলাম।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭

চোরাবালি- বলেছেন: আজ ফেসবুকে দুঃখাই ছবির অংশ বিশেষে সুশীলের দর্শন করলাম।

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫

সাউন্ডবক্স বলেছেন: Ami jantam " chagu tag expertise "dayittoban nagorik" apnare chagu tag dibe..... Hehe....

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬

হোসেন মনসুর বলেছেন: টকশোটা আমিও দেখেছি রোকেয়া প্রাচী হেফাজতে ইসলামকে সংখ্যলঘু বলেছেন ইসলামকে নয়। অবশ্যই ইসলাম বাংলাদেশের প্রধান এবং সংখ্যগূরু ধর্ম কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি সংখ্যলঘু দল । যারা জামাতে ইসলাম এবং হেফাজতে ইসলাম কেই কেবল ইসলাম মনে করে আর আওয়ামিলীগ এবং বিএনপি কে ইসলাম বহির্ভূত মনে করে থাকে তারাই বরং ইসলামকে সংখ্যলঘু প্রমাণ করে কারণ বাংলাদেশে আওয়ামিলীগ এবং বিএনপি ই সংখ্যগূরু।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

এই আমি সেই আমি বলেছেন: রোকেয়া প্রাচী কে চিনতে প্রয়াত সার্জেন্ট আহাদ বা আসিফ নজরুল কে লাগে না । অনেক সার্জেন্ট আছে আমরা কজনকে চিনি ? তার মৃত্যুর পর তাকে আমরা চিনলাম তার সাহসী মৃত্যুর জন্য এবং রোকেয়া প্রাচীর স্বামী হিসাবে, এবং একটি আদর্শ জুটির অকাল ভাঙনে আমরা উভয়ের ব্যথায় ব্যথিত হলাম । তারপর সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গন আদালতের একজন কর্মী আসিফ নজরুলের সাথে বিয়ের বন্দ্বনে আবদ্ব হলেন , আমরা খুশি হলাম । কিন্তু আপনারা অনেকেই এখন যেমন তাকে নিয়ে কটূক্তি করছেন তেমনি ভিন্ন অবজারভেসনও আছে ।আসিফ নজরুলের বর্তমান বিতর্কিত কর্মকাণ্ডই বলে দেয় কেন তার সাথে রোকেয়া প্রাচীর ঘর করা সম্ভব নয় । আমাদের সমাজ এবং মজ্জাগত চরিত্রের কারণেই কোন ছেলে মেয়ের মধ্যে ডিভোর্স হলে আমরা মেয়েটিরই শতেক দোষ খুঁজি । আপনাদের অনেকের মন্তব্য এই দোষে দুষ্ট । দেখুন লেজকাটা শিয়ালের মন্তব্য, যার নামের সাথে সমার্থক হীন ও নীচ প্রবৃত্তির ।

লেখক রোকেয়া প্রাচীর এই বক্তব্যের কোন লিংক ,সূত্র বা কোন প্রেক্ষাপটে এই ধরনের কথা বলেছে বা আদৌ বলেছে কিনা তাই তার এই বক্তব্য নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকলাম ।

টিভির এবং কয়েকটি মননশীল ছবির অভিনেত্রী হিসাবে সে স্বনামখ্যাত । অবশ্য কেউ যদি তার অভিনয় এবং তার অভিনীত ছবি এবং চরিত্র অপছন্দ করে তার সে অধিকার তার আছে । কিন্তু সমালোচনার একটি স্বীকৃত ও গ্রহণ যোগ্য পদ্বতি আছে । আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন
আপনারা যে নোংরা ভাষায় লিখছেন , এটা কতটা অভদ্র ,নীচ , হীন মানসিকতার পরিচয় ।

আপনারা কেন এটা করছেন এবং কেন সে আপনাদের গাত্র দাহের কারণ দায়িত্ববান নাগরিক সেটা উল্লেখ করেছেন যেহেতু সে গণজাগরণ মঞ্চের কর্মী । শিং ইজ অলসো ভেরি ডিফিকাল্ট টু হাইড । গণজাগরণ মঞ্চে তার ভূমিকার জন্য যে কোন বুদ্বিবৃত্তিক সমালোচনা করা যেতে পারে কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে এমন নোংরা সমালোচনা কতটা যৌক্তিক ?

রোকেয়া প্রাচীকে মানসিক হাসপাতালে যাবার কোন আবশ্যকতা দেখছি না । তবে উপরের অনেকের কমেন্ট পড়ে সন্দেহ জাগছে লোকজন কি আজকাল পাগলা গারদ থেকেও ব্লগ লিখছে এবং কমেন্ট করছে ?

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২

সচেতন প্রহরী বলেছেন: গণজাগরণ মঞ্চে তার ভূমিকার জন্য যে কোন বুদ্বিবৃত্তিক সমালোচনা করা যেতে পারে কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে এমন নোংরা সমালোচনা কতটা যৌক্তিক ?

একমত । উনার ব্যক্তিগত ব্যপার নিয়ে আমিও কিছু লিখিনি । উনার ব্যক্তিগত ব্যপার উনি বুঝবে এ নিয়ে আমি মনে করি অন্যকার মাথা ঘামানো উচিত নয় । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ক্ষুধিত পাষাণ ভাইয়ের কমেন্টে ++++


রোকেয়া পাচীরে জুতায় গু মাখাইয়া গালে চড়াইতে মঞ্চায়

১৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯

নীল সুমন বলেছেন: আপনি কি কখনো কাউকে সংখ্যালঘু বলেছেন? যদি বলে থাকেন তবে সরি বলুন।
দেখুন কাউকে সংখ্যালঘু (শুধু মাত্র ধর্মের ভিত্তিতে) বলা সমীচীন নয়।

১৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

চলতি নিয়ম বলেছেন: জানিনা আপনি পোস্টে যাহা বুঝাইতে চাইতেছেন তাহা সত্যি কিনা? তবে সত্য কখনো বদলায় না।

ছাগুরা শুধু মাঝেমাঝে চেষ্টা করে বদলাইতে। আর পোস্টে, সামু ব্লগের চিন্হিত ছাগুদের উল্লাস আপনার চোখে পরা উচিত। ছাগু পেইজ গুলা আজকে একটা সিনেমার (কোন সিনেমার? সেটাও কিন্তু খিয়াল কইরা =p~ ) কাটপিস প্রচার করছে, কালকে হয়তো বলবে, এটাই তাহার স্ক্যান্ডাল...ব্লা ব্লা।

২০| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

মাইন রানা বলেছেন: আমিও দেখেছি এবং শুনেছি
৭১ টিভির টকশোতে বলেছে হেফাজতে ইসলাম নাকি সংখ্যালুঘু মানুষের দাবী নিয়ে আন্দোলন করছে। হা হা হা

ওনি হয়ত ভাবছেন দেশের সব মানুষ নাস্তিক হয়ে গেছে তাই মুসলিমরা সংখ্যালুঘু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.