![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।
মৃত লাশের সারী দিন দিন বৃদ্ধি পাচ্ছে । সেই পলশবারী ট্র্যাজেডি থেকে শুরু করে নিমতলী, চিটাগংয়ের ফ্লাইওভার , তাজরীন ও সাভার ট্র্যাজেডি । জানিনা ভবিষ্যতে আর কোন ট্র্যাজেডি আমাদের জন্য অপেক্ষা করছে ? এই লেখাটি লেখার সময় টিভিতে দেখলাম ঢাকার মোহাম্মদপুরে নাকি আরেকটি গার্মেন্টস ফ্যাক্টরীতে ফাটল ধরেছ । এক অনিশ্চিত জীবনের আতংকে আছে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক ও সাধারন মানুষের জীবন । যাদের পত্যক্ষ অবদানে গড়ে উঠেছে এই নগর এই সভ্যতা । আর আজ তাদের জীবনের কানাকরী মূল্য নেই অর্থলোভী পিশাচ মালিকদের কাছে , তারা ৪ তলার অনুমোদন নিয়ে বানায় ৯ তলার ভবন । আর তার খেসারত দিতে হয় এই নিরীহ শ্রমিকদের আর এদিকে প্রত্যেকটা মর্মান্তিক দুর্ঘটনার পরে চলে রাজনীতিবিদদের শোক প্রকাশের প্রতিযোগীতা । তাদের এই শোক প্রকাশ করা অনেকটা জুতা মেরে গরু দান করার মতই । আমরা পলাশবারী ট্রাজেডি ভুলি নাই , আমরা তাজরিন ফ্যাশন ট্রাজেডী ভুলি নাই আর এই সাভার ট্রাজেডিও ভুলবনা ইনশাআল্লাহ । প্রতিটা ঘটনার পরেই তারা আশ্বাসের তুবরি ছুটিয়েছেন এবং এখনো নির্লজ্যের মত আশ্বাস ফেরি করে বেরাচ্ছেন কিন্তু বাস্তবায়নের বেলায় সবসময়ই কিছু নগদ বেআইনী আশরাফী পেয়ে সব কিছু ভুলে যান অনুমোদন দেন আবার কিছু বেআইনী অট্টালিকার যে অট্টালিকা বানানো হয় বিল্ডিং কোডকে বৃদ্ধাংগুলী দেখিয়ে যার ফলে কয়েকদিন পরপর তৈরি হচ্ছে একেকটা পলাশবারী,তাজরীন ফ্যাশন অথবা সাভার ট্র্যাজেডির । উনারা বিরোধী দলকে দমন করার জন্য কোটি কোটি টাকার অস্ত্র কিনতে পারেন ,সাউন্ড গ্রেনেড কিনতে পারেন কিন্তু সাধারন জনগনের নিরাপত্তা বিধান করবার জন্য দূর্যোগ মোকাবেলার প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে গেলে উনাদের বাজেটে ঘাটতি পরে যায় । দিনে দিনে দেনা বারিয়াছে অনেক শুধিতে হইবে ঋণ । জনগনের টাকার উছিলায় খেয়ে পরে আবার জনগনের মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী হওয়ার জন্য আমি এদেরো বিচার চাই যারা মিথ্যা আশ্বাস দিতে জানে কিন্তু তা বাস্তবায়ন করতে জানেনা । এরা ঠান্ডা মাথার খুনি । সকল বিল্ডিং কোড না মেনে অট্টালিকা তৈরি করা ভবন মালিক ও গার্মেন্টস মালিকদের পাশাপাশি এদেরো বিচার করা সময়ের দাবি । আজ না হয় একটা বিল্ডিং ধ্বসে পড়ায় আশে পাশের নিরাপদ মানুষের সাহায্য ও লজিস্টিক সাপোর্ট আপনারা পাচ্ছেন কিন্তু তীব্র ভূমিকম্পের ঝুঁকির মধ্যে থাকা এই দেশে যদি ভূমিকম্পের দরুন বড় কোন বিপর্যয় নেমে আসে তখন আপনারা কার কাছে সাহায্যের জন্য আবেদন করবেন ??? বার বার প্রত্যেকটা দুর্ঘটনার পরে বিশেষজ্ঞরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে শক্তিশালী করার জন্য প্রত্যেকটা সরকারকে পরামর্শ দিয়েছে কিন্তু প্রত্যেকটা সরকারই এই গণ দাবীকে অগ্রাহ্য করে আসছে যার ফলশ্রুতিতে সময়মত উদ্ধারকারী দল দুর্গত যায়গায় পৌছলেও প্রয়োজনীয় যন্ত্রপাতীর অভাবে মানুষকে জীবিত তো দূরে থাক অনেক সময় মৃত লাশটিকেও খূঁজে পেতে ব্যার্থ হয় । তাই আমি মনে করি এটা একটা ঠান্ডা মাথার খুন আর পরোক্ষভাবে এর সহায়তাকারী দেশের কর্তাব্যক্তিরা । তাই আমি তাদেরো বিচার চাই । এটা সময়ের দাবি ।
©somewhere in net ltd.