![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।
অতীত তুমি খুড়ছো কেন ?
যদি না পাও সুখ ।
কি কারনে করছ ভারি ?
ব্যাথায় তুমার বুক ।
অতীত তুমার হওক না যত,
দুঃখ-সুখের মেলা ।
বর্তমানে অতীত খুজে,
পাবে শুধুই জালা ।
অতীতের সুখ স্মৃতিগুলো -
পড়বে যখন মনে ,
ব্যাথায় দহন করবে তোমায়-
প্রতি ক্ষনে ক্ষনে ।
অতিত আবার ফিরে পেতে-
চায় না কে ভাই বলো ?
পায়না ফিরে তাইতো সবাই ,
দুঃখে জড়সড় ।
অতীত বড় নির্মম হয়,
কথা কিন্তু মিথ্যা নয় ।
তারপরেও অতীত কেন,
সবার মনে জেগে রয় ?
©somewhere in net ltd.