নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বাংলাদেশ

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।

সচেতন প্রহরী

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের ।

সচেতন প্রহরী › বিস্তারিত পোস্টঃ

ফেলানী বোন আমার, পারিস যদি ক্ষমা করিস।

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২০

আজ জানুয়ারির ৭ তারিখ, ফেলানী হত্যা দিবস।

আজকের এই দিনে নব্য হানাদার ইন্ডিয়ার বিএসএফ

নামের একদল কাওয়ার্ড ,কাটা তারে ঝোলা অবস্থায়

ফেলানীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। আজ

কোন গণ জাগরণ মঞ্চের কতিপয় ভন্ড রথি মহারথীরা এই

নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ইন্ডিয়ান

হাইকমিশণ ঘেরাও দিতে যাবেনা, আজ কোন

তথাকথিত শুশিল পত্র পত্রিকায় ইন্ডিয়ান পন্য

বর্জন করুন বলে বড় বড় কলাম

অথবা বিবৃতি লিখবেনা অথবা কোন শ্রদ্ধেয় স্যার

আজ বলবেন্না, স্বাধীনতার পর থেকে ইন্ডিয়ার

হাতে হাজার হাজার নিরীহ মানুষ হত্যার

প্রতিবাদে অনেক টাকা কম লাগবে জেনেও আমি এমন

উড়োজাহাজে চড়িনা যেটা ইন্ডিয়ায়

যাত্রা বিরতি দেয়। কিন্তু ফেলানীদের অশান্ত

আত্না ঠিকই সঠিক বিচার না পাওয়ার বেদনায়

আজো হয়তো ডুকরে ডুকরে কাঁদছে। ফেলানী বোন

আমার আমরা পারিনি তোর জন্য সঠিক বিচার

তো দুরে থাক সামান্য প্রতিবাদ জানাতেও, তোর

হত্যার প্রহসন মুলক বিচারের রায় যেদিন হয়েছিল

তখন আমাদের মত তোর কিছু সাধারণ ভাই গিয়েছিল

ইন্ডিয়ান হাইকমিশনের সামনে প্রতিবাদ

জানাতে কিন্তু নব্য রাজাকারেরা সেদিন তোর

ভাইদের উপর গুলি চালিয়েছিল। পন্ড হয়েগিয়েছিল

সেই প্রতিবাদ সমাবেশ। না ফেলানী শেষ পর্যন্ত

তোর জন্য আমরা আর কিছুই করতে পারিনি, তোর

কাছে কোন মুখে ক্ষমা চাইবো তাও আমাদের

অজানা, তার পরেও যদি পারিস আমাদের

ক্ষমা করে দিস, তোর এই অধম নির্লজ্জ ভাইদের

তুই ক্ষমা করে দিস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.