নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবহমান

খুরশীদ আলম

আইনবিদ ও রাজনীতিক

খুরশীদ আলম › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর বিজয়ী বাংলাদেশ

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৬




১৯৭১ সালের ২৫শে মার্চ বিভিন্ন মাধ্যমে পাকিস্তানী বাহিনীর মুভমেন্টের খবর আসছিল, তাই সন্ধ্যা থেকেই বঙ্গবন্ধু সহযোদ্ধাদের প্রতিরোধের নির্দেশনা দিচ্ছিলেন।রাত ৯/১০ দিকে "অপারেশন সার্চ লাইট" শুরু হলে ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু ওয়ারলেসে বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন এবং এরপরই পাকিস্তান বাহিনীর "অপারেশন বিগ বার্ড" এ আটক হন। ঢাকার পরিস্থিতি ও শেখ মুজিবকে আটকের ঘটনা ২৭শে মার্চেই বিশ্বের অন্তত ২৫টি দেশের পত্রিকা বা সংবাদ সংস্থার খবরে প্রকাশিত হয় "বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা: ফ্যাক্টস অ্যান্ড উইটনেস (আ.ফ.ম সাঈদ)" বইতে স্বাধীনতার ঘোষণা সম্পর্কে বিদেশী সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের রিপোর্টের একটি সংকলন প্রকাশ করা হয়েছে।

ওই সংকলন অনুযায়ী বিবিসির খবরে তখন বলা হয়, "...কলকাতা থেকে সংবাদপত্র প্রতিষ্ঠানের খবরে প্রকাশ যে পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান এক গুপ্ত বেতার থেকে জনসাধারণের কাছে প্রতিরোধের ডাক দিয়েছেন।..."
ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়: "...ঢাকায় পাকিস্তান বাহিনী আক্রমণ শুরু করেছে। মুজিবুর রহমান একটি বার্তা পাঠিয়েছেন এবং সারা বিশ্বের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন।..."
দিল্লির দ্য স্টেটসম্যান-এর খবর ছিল: "বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে, সামরিক অভিযানের প্রতিবাদে রহমানের পদক্ষেপ। একটি গোপন বেতার থেকে প্রচারিত ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের পূর্বাংশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে নতুন নামকরণ করেছেন।"
দ্য ডেইলি টেলিগ্রাফ, লন্ডন: ২৭শে মার্চের পত্রিকায় 'সিভিল ওয়ার ফ্লেয়ারস ইন ইস্ট পাকিস্তান: শেখ এ ট্রেইটর, সেইস প্রেসিডেন্ট' শিরোনামে প্রকাশিত সংবাদে শেখ মুজিবুর রহমান কর্তৃক পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা ও ইয়াহিয়া খান তার বেতার ভাষণে শেখ মুজিবকে বিশ্বাসঘাতক বলার কথা উল্লেখ করা হয়।
এর বাইরে ভারতের বহু সংবাদপত্র এবং আর্জেন্টিনা, ব্রাজিল, ক্যানাডা, দক্ষিণ আফ্রিকা, জাপান, হংকং, নরওয়ে, তুরস্ক, সিঙ্গাপুরসহ অনেক দেশের খবরে স্থান পায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার খবর।
আর্জেন্টিনার বুয়েনস আয়ারস হেরাল্ডের ২৭শে মার্চের সংখ্যার একটি খবরের শিরোনাম ছিলো, "বেঙ্গলি ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার্ড বাই মুজিব।"
নিউইয়র্ক টাইমস-এও শেখ মুজিব ও ইয়াহিয়ার ছবি ছাপানো হয়। পাশেই লেখা হয় "স্বাধীনতা ঘোষণার পরই শেখ মুজিব আটক"।
বার্তা সংস্থা এপির খবর ছিল: "ইয়াহিয়া খান পুনরায় মার্শাল ল দেয়ার ও আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার পর পূর্ব পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়েছে।"
আয়ারল্যান্ডের দ্য আইরিশ টাইমস-এর শিরোনাম ছিল - পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা আর সাথে ছিল শেখ মুজিবের ছবি।
ব্যাংকক পোস্ট-এর খবরে বলা হয়, "শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নাম দিয়ে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২২ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ টা শুধু বংগবন্ধুর একার না। শ্রমিক, কুলি, দিনমজুর, ছাত্র সকলের।

০১ লা এপ্রিল, ২০২২ সকাল ১১:৫১

খুরশীদ আলম বলেছেন: বাংলাদেশ সবার কিন্তু ইতিহাস বঙ্গবন্ধুর, স্বাধীনতা বঙ্গবন্ধুর ।

২| ২৬ শে মার্চ, ২০২২ রাত ৮:৫৭

সোনাগাজী বলেছেন:



আমার মনে হয়, স্বাধীনতা কি জিনিষ, শেখ সাহেব ঠিক সঠিকভাবে বুঝতেন না; উনার ধারণা ছিলো, পাকী না থাকা মানেই স্বাধীনতা।

৩| ২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
সোনাগাজী বলেছেন: স্বাধীনতা কি জিনিষ, শেখ সাহেব ঠিক সঠিকভাবে বুঝতেন না;

জি জনাব। স্বাধীনতা কি জিনিষ, বাংলায় একজনই বুঝতেন, আপনার গুরু 'গোলাম আজম'।

৪| ২৭ শে মার্চ, ২০২২ ভোর ৬:৪৯

সোনাগাজী বলেছেন:


হাসান কালবৈশাখী বলেছেন:
সোনাগাজী বলেছেন: স্বাধীনতা কি জিনিষ, শেখ সাহেব ঠিক সঠিকভাবে বুঝতেন না; জি জনাব। স্বাধীনতা কি জিনিষ, বাংলায় একজনই বুঝতেন, আপনার গুরু 'গোলাম আজম'।

-গোলাম আজম আমার গুরু নয়, আমার গুরু শেখ ও মওলানা; আপনার গুরু গোয়েবলস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.