![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সেন্ট জোসেফের জোসেফাইট এবং \\\\\\\\\\\'আমি সাক্ষ্য দেই কোনো ঈশ্বরই নেই, শুধুমাত্র আল্লাহ ব্যতীত\\\'\\\\\\\\।
একটা জিনিস বুঝে আসে না ।জিজিয়াকে কেউ কেউ অন্যায়,পৃথকীকরন বলে ভাবেন ।
আসলে জিজিয়ার মাধ্যমে বরং অমুসলিমদেরকে মুসলিম রাষ্ট্রে ছাড় দেওয়া হয়েছে । জিজিয়া দেওয়ার মাধ্যমে একজন ছাড় পায় ,যাকাত হতে, যুদ্ধে যাওয়া হতে, সারা বছরে অন্যান্য কর হতে ইত্যাদি ইত্যাদি । জিজিয়া দেওয়ার মাধ্যমে একজন পায় নিরাপদে দেশে থাকার অধিকার, বিশাল পরিমান যাকাত না দেওয়ার অধিকার, পরিবার পরিজনের সাথে শান্তিতে থাকার অধিকার ইত্যাদি ইত্যাদি ।
এবার আসুন একজন মুসলমান জিজিয়া না দিয়ে,সে তার উপর কি কি বাধ্যতামূলক অধিকার পায় । জাকাত দেওয়ার অধিকার , যুদ্ধে শহীদ হওয়ার অধিকার, অমুসলিমদের সাথে ভালো ব্যাবহার করার অধিকার পায়, রাষ্ট্রের প্রয়োজনে সাহায্য করার(আর্থিক) অধিকার পায় ইত্যাদি ।
একটা রাষ্ট্রব্যবস্থায় সকল নাগরিকের অধিকার সমান। একজন মুসলিম নাগরিক যদি তার সমগ্র সম্পদের উপর একটা উল্লেখযোগ্য অংশ যাকাত দেওয়া আবশ্যক কর্তব্য হয়, তাহলে অমুসলিমরা বেঁচে যায়।যা সাম্যের বিপরীত। তাই জিজিয়া রাষ্ট্রে সকল নাগরিককে সমান করে।
এখনো যদি কারও কাছে "জিজিয়া অমুসলিমদের জন্য সম্মানজনক", এ কথার অর্থ স্পষ্ট না হয়, তাহলে কোন সুদীর্ঘ ব্যাখ্যা দ্বারা তা স্পষ্টতর করা আমার অসাধ্য ।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১১
উদাসী স্বপ্ন বলেছেন: ১) অন্যান্য কর হতে মুক্তি এইটা কই পাইছেন? নবীর আমলে এই অন্যান্য কর থেকে মুক্তি পাবার রেফারেন্স দেন। যতদূর জানি আপনি এখানে ভুল তথ্য দিচ্ছেন। সবাইকে খাজনা ট্যাক্স দিতে হতো। আর এই কারনেই উসমান সাহাবীদের লাথী গুতা খেয়ে মরছে কারন সে ট্যাক্স বাড়াইছিলো আর মোহাম্মদের শালা মুয়াবিয়া ট্রিক্স খাটাইয়া দূত মাইরা উসমানের ঘাড়ে চাপাইছিলো।
২) অমুসলিমদের সাথে ভালো ব্যাব হার করার জন্য জিজিয়া কর? ভাই এই এক কথাতেই প্রমানিত হয় যে জিজিয়া কর দেবে না সে মানুষ না আর তারে যখন তখন খারাপ ব্যাবহার করা যাবে, তাই না? আপনার কাছে এটা যুক্তিযুক্ত মনে হচ্ছে শুধু জন্মের কারনে অন্যান্য ধর্মালম্বী হবার কারনে যে বৈষম্য মূলক আচরন ...দারুন বলেছেন ভাই।
৩) যাকাত অমুসলিমদের দিতে হয় না কিন্তু তাদের রাস্ট্রিয় ট্যাক্স থেকে খাজনা সব কিছুই দিতে হইছে খলিফাদের আমল থেকেই। বরংচ যাকাতের নির্দিস্ট পরিমান দেখিয়ে আপনি উভয় ব্যাপার থেকে মুক্তি পেতে পারেন যা কিনা খলিফা হারুন অর রশীদের আমলে চালু হয়, কিন্তু অমুসলিমদের সব কিছুর ট্যাক্স সাথে জিজিয়া কর। যারা বেকার বা গৃহ হীন বা কিছুই নেই তাদেরকেও জিজিয়া কর ২ দিরহাম করে দিতে হতো নির্দিস্ট কাজের বিনিময়ে অথবা দাস হিসেবে বিক্রি হয়ে। আর কি চান ভাই?
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৬
আরোগ্য বলেছেন: অনেক কিছু জানলাম। ধন্যবাদ