![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আবার তৃতীয় সত্ত্বাটাকেও বিসর্জন দিয়ে দেব ৷
ভুলগুলো আর না শুধরে ওতেই তাকে জড়িয়ে নেব ৷
হাল না ধরে স্রোতের টানে নৌকোটাকে ভাসিয়ে দেব ৷
উজান হতে ভাটির টানে অধঃপাতের পথ ধরে এগোব ৷
-
মিতালী গড়বো নিকৃষ্টের সাথে ভাব করবো তাতে ৷
যাকে পারব বুঝিয়ে যাব,ধরতে সে পথ আমার সাথে ৷
দেখাব যত ছাঁয়ার মায়া,টানব যেতে সেই সে দীগনেতে ৷
ডুবাব ওদের মন ভুলিয়ে আঁধার-অভিশাপের মোহনাতে ৷
-
তারপর ছুটবো একা দূরন্ত হয়ে,খুজব যত শান্ত সময় ৷
ঝলসে দেব সবার চোখ,অন্ধকারের অল্প আলোয় ৷
ভাঙ্গব যত বেড়া-জাল,বাঁচাব ওদের এ আলোয় যারা বাঁচতে চায় ৷
বুঝবে ওরা বাঁচার মর্ম,জীবন সাজাবে আলো-অন্ধকারের তুলনায় ৷
-১৭ই আগস্ট ২০১৫
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২০
রা জ্য বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া,আশা করি সব সময় পাশেই থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৩
বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।
শুভকামনা।
শুভব্লগিং।