![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জন্মাতে চাই দশ বারো বার,
আর মরলে হবো আঁধার!
দোষ কারো নয়,দোষ যে হল,
সভ্যতার ঐ চাকার !!
লিখতে বসে লিখতে হবে গল্পটা যে আমার
কেউ শোনে নি! বলবো নাকি আবার?
মানবে না রে,মানবে না কেউ গল্পটা যে
তোমার-আমার ভালোবাসার !!
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৭
রা জ্য বলেছেন: অনেকটা সে রকমই।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্যে।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩১
বিজন রয় বলেছেন: পৃথিবীতে কেউ কারো নয়। আবার সবাই সবার।
কবিতা ভাল হয়েছে।