নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো পৃথিবীটাই আমার রাজ্য, আমি অবাধে বিচরণ করবো আমার রাজ্যে।

রা জ্য

হোমো সেপিয়েন্স

রা জ্য › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাকাতেই আমার আনন্দ

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

আজকে পায়ের নিচে যে মাটিটা আছে, সেটা অন্যকোন মাটিও হতে পারত।
ভালো থাকুক জীবনের সব মুহুর্তগুলো, বেঁচে থাকুক দুঃখ-কষ্ট আর সুখের সকল স্মৃতি বুকের কোন গহীন কোণে বেঁচে থাকার স্পৃহা হয়ে।
-
আজকে থেকে আজীবন যে জীবনটা অতিবাহিত করবো দুই ঘন্টা আগে ঘটে যাওয়া কোন ঘটনার অনুকূল/প্রতিকূলতায় হয়তো বা সেটা ভিন্ন ররকমও হতে পারতো। কে জানে কোন জীবনটা উত্তম, এখন থেকে ভবিষ্যতে যে জীবনটা অতিবাহিত করবো সেটা, না যে জীবনটা দুই ঘন্টা আগে ঘটে যাওয়া ঘটনার পূর্বে থেকে অতিবাহিত করতাম সেটা...?
-
যেই দুই ঘন্টা অতীত হয়ে গেছে সেই দুই ঘন্টা এখন শুধুই অতীত চাইলেও তা আর ফিরিয়ে আনতে পারবো না। আর যে জীবনটা এখন থেকে আজীবন অতিবাহিত করবো সেটা কেমন হবে সেই ভবিষ্যতটাও জানি না। কি হবে এত ভেবে এই অতীত আর ভবিষ্যত নিয়ে...! এই দুটোকে না মিলিয়ে থাকুক না কেউ মাঝখানে দেওয়াল হয়ে। হবই না হয় সেই কেউটা আমি নিজেই, অতীত-ভবিষয়তের মাঝে বর্তমানের দেওয়াল হয়ে। তোমরা বাঁচ সারা জীবনের জন্য আর আমি বাঁচি শুধু আজকের জন্য, এই মুহুর্তের জন্য। :)
-
তোমরা বাঁচ জীবনের ৫০/৬০টা বছর একসাথে, আমি না হয় ছোট্ট করে বাঁচবো, জীবনের প্রতিটা মুহুর্ত, প্রতিটা সেকেন্ড। ঠিক যে ভাবে এক জন ক্লাইম্বার, স্কুবাডাইভার বা স্কাইডাইভার ডাইভের সময়ে সেই মুহুর্তের প্রতিটা সেকেন্ডেই নেয় বেঁচে থাকার স্বাদ। এই জীবনের প্রতিটা সেকেন্ডই যদি না বাঁচতে পারি, অপমান করা হয়ে যাবে যে জীবনের মূল্যটাকে। বেঁচে থাকার আনন্দটাই যে পৃথিবীর সব কিছু থেকে আলাদা।
-
ইয়েব, মানে, বালিকা...?
কি দরকার এত অতীত আর ভবিষ্যত নিয়ে ভাবার ? তার চেয়ে বরং চল আমরা এই অতীত-ভবিষ্যতের মাঝখানে বর্তমানের দেওয়াল হয়ে হাতে হাত রেখে বাঁচি।
-
আর এই যে শুনছেন...!? হ্যাঁ, হ্যাঁ আপনাকেই বলছি। :)
এই যে এত কষ্ট করে পুরোটা লেখা পড়ছেন সে জন্যে আপনাকে অনেক ধন্যবাদ :)। কিন্তু এত কষ্ট করে এত সুন্দর একটা লিখা আপনার জন্যে আমি লিখছি তার জন্যে আমায় কি দিবেন...??
ভয় পাবেন না, বেশি কিছু না, শুধু প্রতিশ্রুতি দেন যে এখন থেকে আপনি জীবনের প্রতিটা মুহুর্তই বাঁচার চেষ্টা করবেন। বেশি কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারটা...? আচ্ছা যান তাইলে শুধু আমার এই পোষ্টে একটা শেয়ার মাইরা চলে যান...!! :#) :#)
আচ্ছা থাক, এত সুন্দর একটা পোষ্টের জন্যে একটা হাততালি তো দিয়া যান। ;)
-
ভালো থাকবেন, আল্লাহ্‌ হাফেজ :)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: সুন্দর, ভাল লাগল ভাই।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫২

রা জ্য বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.