নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো পৃথিবীটাই আমার রাজ্য, আমি অবাধে বিচরণ করবো আমার রাজ্যে।

রা জ্য

হোমো সেপিয়েন্স

রা জ্য › বিস্তারিত পোস্টঃ

দোষালাপ / দোষচারিতা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৯

শোন,
আমি না হয় চুপচাপ নিরবেই কেটে পড়বো।
হঠাৎ পাশে তাকিয়ে আশ্চর্য হয়ে দেখবা, আর নেই আমি প্রতিদিনের মত।
মাঝে মাঝে যেমনটা উধাও হয়ে যেতাম,তেমনটাই করবো এবারও!
শুধু একটা বিষয় ছাড়া।

আগে উধাও হয়ে আবার ফিরে আসতাম।
এবার আর আসবো না, একদমই না, কখনই না, কোন দিনও না।
তুমি না হয় শিখে নিয়ো তোমার পথ চলটা একাই, যেমনটা চলতে আগেও
আমার হারিয়ে যাওয়ার সময়গুলোয়।

মানিয়ে যে নিবে তুমি জানি তো আমি!!
আর সেই জন্যেই তো, বার বার হারিয়ে যাওয়ার মিথ্যে নাটক করেছি।
বার বার অভিভুত হয়েছি তোমার মানিয়ে নেওয়াতে, সত্যিই তুমি আশ্চর্য গুণবতী।
শত বিপদের মুখে দাড়াও হয়ে অরুন্ধতী!

মাঝে মাঝে মনে হয় কেন যাব এভাবে ছেড়ে!!
উত্তর পাই না, আর তাতেই ভেতরের অমানুষটার জিদটা যায় যে বেড়ে।
চেষ্টা করেছি কত বসে আনার, বাইরে তো সায় দিয়েছে মাথা নেড়ে। কিন্তু ভেতরটা?
জানো না "বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে", প্রবাদটা?

দেখ,
আমি না হয় আজ হঠাৎ করেই বলছি ব্যাপারটা।
না হয় আমি নাটক করে করে ফেলেছি তোমায় পরীক্ষায় এক, একশো, হাজারটা।
কিন্তু তুমি? একা চলতে যে শিখে গেছ, বলোনি তো কখনও, একবারও?
আমি না হয় এবারও নিরবেই কেটে পড়বো।

উৎসর্গ- একজন কবিকার জন্যে
বিঃ দ্রঃ কবিতাটার জন্যে কোন নামটা ভালো হবে? বড় দিধা-দ্বন্দে আছি...!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১৮

নূর আলম হিরণ বলেছেন: তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা প্রবল! যেকোন পরিস্থিতিতে তারা খাপ খেয়ে যেতে পারে।
কবিকার জন্য শুভকামনা রইল।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৪

রা জ্য বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য। অনেক ধন্যবাদ। আপনার জন্যেও অনেক শুভ কামনা রইল।
আর হ্যাঁ, ভালো থাকুক কবিকা-রা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.