![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষ । সাধারন মানুষের কথা বলতে পছন্দ করি । সাধারন মানুষের জন্য কিছু করতে চাই ।
আজকাল বালিকারা ভালোবেসে বালকের বুক পকেট হতে চায়। যেন হৃদয়ের আরো কাছে থাকা যায়!
বালকেরা হতে চায় চোখের কাজল। যত্নের সাথে যেখানে লুকিয়ে থাকে আবেগ।
.
শোন বালিকা........ হৃদয়ের কিন্তু তাপ এবং উত্তাপ দুটোই থাকে। শুধু তাপ নিবে আর উত্তাপ নিবে না, তা হবে না। বালকের ব্যস্ততা নিয়েই বালিকার যত মান অভিমান। ব্যস্ততা তো জীবনের-ই অংশ। তাই, মেনে নিয়ে এবং মানিয়ে নিয়ো। জেনে রেখো, তুমি বালকের জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
.
কতটা গুরুত্বপূর্ণ?
পুরো শার্ট রোদে পুড়ে বৃষ্টি তে ভিজে, বিবর্ণ আর মলিন হবে। কিন্তু বেশির ভাগ শার্টের-ই বুক পকেটের নিচের অংশটুকু থেকে যায় অমলিন আর বর্ণময়। তোমার আর বালকের ভালোবাসা হল শার্টের সেই অমলিন আর বর্ণময় অংশ। জায়গাটুকু হয়ত ছোট, কিন্তু আনন্দময় মুহুর্তগুলোর মতোই চির আপন।
.
বালকেরা জেনে রাখো........ কাজল সৌন্দর্যের পাশাপাশি আবেগ প্রকাশেরও ভাষা থাকে। যত্ন করে কাজল পরে বালিকারা যেমন মনোযোগ আদায় করে, ঠিক তেমনি অসংগত আচরণে কষ্ট পেয়ে, কেঁদে কাজল মলিনও করে। বুঝতে চেষ্টা করো এবং কথা দিয়ে কথা রেখো। কারন, বালিকা অন্যদের চেয়ে তোমাকেই অনেক বেশি গুরুত্ব দেয়।
.
কেন??
চোখের কাজল যদি বালিকা তোমাকে মুগ্ধ করার জন্য পরে, তবে তোমার আচরণ আর উদাসীনতার কারনেই সেটা ম্লান হয়। যে কথা তুমি রাখতে পারবেন না তা দেয়ার অধিকার তোমার নাই। মানিয়ে নিতে নিতে, ছাড় দিতে দিতে; বালিকারা হয়তো আর বলবে না
“ নহে প্রিয়, এ নয় আঁখি জল। মলিন হয়েছে ঘুমে চোখেরও কাজল”।
বালিকারা তাদের আবেগ কে আর লুকাবেনা, যত কঠিন বাস্তবতা-ই আসুক, প্রকাশ করতে আর কিছুতেই দ্বিধান্বিত হবে না।
।
একদিন আমিও ডুবেছিলাম ওই সুগভীর কাজল কালো চোখের রহস্য ময় আবেগের নদীতে........!!!!
©somewhere in net ltd.